রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে গাইঘাটার ঘোঁজা হাইস্কুলে অনুষ্ঠিত হলো তিন দিনের স্কুল থিয়েটার ওয়ার্কশপ
নীরেশ ভৌমিক : রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে গাইঘাটা থানার অন্তর্গত, ঘোঁজা হাইস্কুলে অনুষ্ঠিত হলো তিন দিনের স্কুল থিয়েটার ওয়ার্কশপ। গত ১৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হয় এই কর্মশালা, শেষ হয় ২০ সেপ্টেম্বর ২০২৪।
বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী এই নাট্য কর্মশালায় অংশ নেয়। ওয়ার্কশপের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা চারটি গ্রুপে চারটি নাটক প্রস্তুত করে। প্রতিটি নাটকে সামাজিক ।
ণসচেতনতামূলক এবং নারী সুরক্ষার ছবি ফুটে ওঠে। নাটকের মধ্যেই ওদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য
এছাড়াও বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন সম্পাদক প্রদীপ ভট্টাচার্য ও রবীন্দ্র নাট্য সংস্থার সদস্য আদি দাস, অর্পিতা পাল, অঞ্জলি মৃধা, অভীপ্সা ঘোড়াই, দেবযানী মিস্ত্রি প্রমূখ।