জেলার খবর

রবীন্দ্র নাট্য সংস্থার নতুন নাটক ‘ক্যাকড়া’ মঞ্চস্থ

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া,  প্রদর্শিত হল রবীন্দ্র নাট্য সংস্থার নতুন নাটক ‘ক্যাকড়া’। নাটকের শহর গোবরডাঙার অন্যতম নাট্যদল সারা বছরই নাট্য চর্চায় মগ্ন থাকে। গত ২৯ ডিসেম্বর তাঁদের নতুন প্রযোজনা প্রখ্যাত নাট্যকার চিত্তরঞ্জন ঘোষ বিরচিত সমকালীন নাটক ‘ক্যাকড়ার’ প্রথম দর্শন প্রদর্শিত হয় সংস্থার মহলা কক্ষে।

সংস্থার প্রানপুরুষ বিশিষ্ট নাট্য পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্যের নির্দেশনায় নাটকটি প্রশংসা লাভ করে। সামাজিক এই নাটকটিতে মৎস্যজীবী ছরুভাই ও মুন্নেসার সুখী জীবনে নারী লোলুপ ছগন আলির কুনজর লিঙ্গা ছরু ও মুন্নেসার জীবনে বিভেদ সৃষ্টি করে।

পরবর্তী কালে হিন্দু – মুসলিম এক হয়ে ছগন আলিকে শায়েস্তা করে। ভুলবোঝাবুঝির অবসান শেষে ফের মিলন হয় দম্পতি ছরু ও মুন্নেসার। নাটকটির মুখ্য চরিত্রে ছগন ছরু এবং সেই সঙ্গে মুন্নেসার চরিত্রে রুমকি দে’র অনবদ্য অভিনয় প্রশংসার দাবি রাখে।

মঞ্চ আবহ, আলো এবং সেই সঙ্গে ভাটিয়ালি সুর, আজান এবং নেপথ্য সংগীত নাটকটিকে দর্শকের মনের মণি কোঠায় পৌঁছে দেয়। প্রথম দর্শনে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও পরবর্তী দর্শনগুলি সেসব দূর হয়ে নাটকটি আপামর দর্শককের মনে জায়গা করে নেবে বলে অভিমত উদ্যোক্তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *