জেলার খবরবিনোদন

শেষ হল রবীন্দ্র নাট্য সংস্থার স্কুল থিয়েটার ওয়ার্কশপ

নীরেশ ভৌমিক : আজ ২৬শে সেপ্টেম্বর শেষ হলো রবীন্দ্র নাট্য সংস্থার স্কুল থিয়েটার ওয়ার্কশপ। গত ২০সেপ্টেম্বর ২০২৩ ছাত্র কল্যাণ বিদ্যাপীঠ স্কুলে এই নাট্য কর্মশালা শুরু হয়।

প্রদীপ জ্বালিয়ে কর্মশালার শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলকৃষ্ণ পাইক, উপস্থিত ছিলেন পলাশ মণ্ডল, পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য, সম্পাদক প্রদীপ ভট্টাচার্য প্রমূখ।

শিশুদের সুর তাল ছন্দ মনোসংযোগ, পর্যবেক্ষণ ইত্যাদি বিভিন্ন খেলার মধ্যে দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিবেকানন্দের ছেলেবেলার গল্পো নিয়ে দুটি নাটক তৈরি হয়।

শেষদিনে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নীরেশ ভৌমিক, পাঁচুগোপাল হাজরা, বিদ্যালয়ের সভাপতি সমীর ঘোষ, প্রধান শিক্ষক কমলকৃষ্ণ পাইক, সম্পাদক প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।

উপস্থিত সকল গুণীজনদের সংস্থার পক্ষ থেকে স্বারক সম্মানিত করা হয়। বক্তব্য রাখেন নীরেশ ভৌমিক, পাঁচুগোপাল হাজরা, সমীর ঘোষ, প্রধান শিক্ষক কমলকৃষ্ণ পাইক, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।

পরিবেশিত হয় নাটক”ঈশ্বরের ছেলেবেলা” ও “বিলে” সব শেষে নাট্য শিক্ষক বিশ্বনাথ ভট্টাচার্য বলেন শিশুদের অসীম ক্ষমতা, ভালোবেসে সেই ক্ষমতা গুলো আদায় করাই আমাদের কাজ। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *