জেলার খবর

রাখি বন্ধন ও বৃক্ষরোপণ উৎসব ২০২৩ আয়োজনে -গয়েশপুর করুণাময়ী মিশন প্রান্তিক নাট্যতীর্থ


নীরেশ ভৌমিক : গত ৩০ আগস্ট ২০২৩ অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করুণাময়ী মিশন প্রান্তিক নাট্যতীর্থের ১১ তম রাখি বন্ধন উৎসব পালিত হলো, গত ৩০আগস্ট ২০২৩ প্রান্তিক নাট্য তীর্থ প্রাঙ্গনে। সকাল ন’টায় জাতি -ধর্ম -বর্ণ নির্বিশেষে প্রায় শতাধিক শিশু কিশোর, গ্রামবাসী ও সংস্থার সদস্যদের নিয়ে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

শিশু কিশোরদের হাতে হাতে থাকে পরিবেশ সচেতনতার প্লাকার্ড ,র্সৌভ্রাতৃত্বের রাখি ও চারা বৃক্ষ গাছ। প্রায় দু’ঘণ্টা গ্রাম পরিক্রমার শেষে গয়েশপুর প্রাথমিক বিদ্যালয় ও প্রান্তিক নাট্য তীর্থ প্রাঙ্গনে দুটি কৃষ্ণচূড়া ও বকুল গাছ লাগানো হয় ।

বৃক্ষরোপণ করেন সাংবাদিক-নিরেশ কুমার ভৌমিক এবং পথ চলতি মানুষের হাতে হাতে রাখি পরানো ও পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে গাছের চারা বিতরণ করা হয় শেষে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন সাংবাদিক পাঁচু গোপাল হাজরা, নীরেশ ভৌমিক, বিশ্বনাথ খাঁ, অনিমেষ বসাক, গৌর খাঁ, রাখি বসাক, চৈতালী দেব, তৃষ্ণা সরকার ,সরস্বতী মন্ডল, সহ স্থানীয় বহু মানুষ ও শিশুরা।

স্বাগত ভাষণ দেন অনিমেষ বসাক, বক্তব্য রাখেন বিশ্বনাথ খাঁ,পাঁচু গোপাল হাজরা,নিরেশ ভৌমিক, অনিমেষ বসাক, আবৃত্তিতে- অঙ্কিত সরকার,রাখি বসাক, অমিত সরকার ।নৃত্যে- অদ্রিজা বিশ্বাস ,অস্মিতা সানা।

সবশেষে গয়েশপুর করুণাময়ী মিশন প্রান্তিক নাট্যতীর্থ প্রযোজিত, বিশ্বনাথ ভট্টাচার্য পরিচালিত ,নাটক- “হিজল ভাই- শিমুল বোন” নাটককার- মৃনাল কান্তি দাশ। রূপসজ্জা- রাখি বসাক। আবহ- অঙ্কিত সরকার। বেলা দুইটা পর্যন্ত প্রায় সহস্রাধিক মানুষের হাতে সৌভ্রাতৃত্বের রাখি পরানো হয় ও৩০০ বৃক্ষচারা বিতারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *