বিনোদনরাজ্য

রাজ্য আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় সাফল্য ঢাকুরিয়া হাই স্কুলের

নীরেশ ভৌমিক : পশ্চিমবঙ্গ রাজ্য নাট্য একাডেমীর অর্থানুকুল্যে ১৯ তম বর্ষের ছোট নাটক প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয় কলকাতার তপন থিয়েটার হলে। চলতি মাসের ১২, ১৩ ও ১৯, ২০ তারিখে রাজ্যের বিভিন্ন জেলার ২৯ টি বিদ্যালয় শিক্ষার্থী’গণ এই নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

১২ আগস্ট অপরাহ্নে কলকাতার অনীক নাট্য সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত নাট্য উৎসবের উদ্বোধন করেন স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব দেবাশীস রায়। নাট্য প্রতিযোগিতায় পুরুলিয়া ও কোচবিহার সহ উত্তর ২৪ পরগনা জেলার ছয়টি বিদ্যালয়ের নাট্য দল অংশ নেয়। প্রতিযোগিতায় বনগাঁ মহকুমা থেকে অংশগ্রহণ করে চাঁদপাড়ার ঢাকুরিয়া হাই স্কুলের নাট্যদল।

পানীয় জলের সমস্যার উপর তাদের নাটক ‘নির্জলা’। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক সঞ্জয় ঘোষ, রূপসজ্জায় শিক্ষিকা নন্দিতা রায় এবং শব্দ রূপায়ণে শিক্ষক গোবিন্দ কুন্ডু। জল সংকটের উপর প্রযোজিত শিক্ষামূলক নাটকটি সমবেত দর্শক মন্ডলীর উচ্চসিত প্রশংসা লাভ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃঅনুপম দে জানান, প্রতিযোগিতায় সেরা প্রযোজনা হিসাবে অসাধারণ নাটকটি ৬ষ্ঠ স্থান লাভ করেছে।

চার শতাধিক কুশীলবের মধ্যে সেরা অভিনেতার তালিকায় ষষ্ঠ স্থান লাভ করে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ঋদ্ধি দাস, সেরা অভিনেত্রীর তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী পিউ মজুমদার। বিদ্যালয়ের পড়ুয়াদের এই বিরাট সাফল্যে অতিশয় খুশি বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবক এবং আপামর গ্রামবাসীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *