বিনোদনরাজ্য

রাজ্য শিশু কিশোর উৎসবে আমন্ত্রিত ‘স্বপ্নচর’- এবার বালুরঘাটে

নীরেশ ভৌমিক : পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে শিশু কিশোর একাডেমী আয়োজিত চতুর্দশ তম রাজ্য শিশু কিশোর উৎসবটি এবার আয়োজিত হয়েছিল উত্তরবঙ্গের বালুরঘাট শহরে। ২৪ শে ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর, ২০২৩, পাঁচ দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবে রাজ্যের বিভিন্ন জেলাগুলি থেকে আমন্ত্রিত হয়ে শিশু শিল্পীরা কবিতা নাটক গান নৃত্য বিভিন্ন বিষয় অংশগ্রহণ করতে হাজির হয়েছিল। মূলত বালুরঘাট রবীন্দ্র ভবনকে কেন্দ্র করে আরো একাধিক মুক্তমঞ্চে এই উৎসব সেজে ওঠে। বিজ্ঞান প্রদর্শনী বইয়ের স্টল ম্যাজিক শো আরো বিভিন্ন অনুষ্ঠানের মজাদার আয়োজন ছিল এই রঙিন উৎসবে। ২৭ ডিসেম্বর স্বপ্নচর নাট্যদল (জলপাইগুড়ির শাখা) আমন্ত্রিত হয়ে উপস্থাপন করে তাদের শিশু কিশোর নাটক — ‘শ্রীযুক্ত নরহরি দাস’। নাটকটি অভিনীত হয় রবীন্দ্রভবনে। উপেন্দ্রকিশোরের মজাদার কাহিনী থেকে নাট্যরূপ দেন সুদীপ্তা দাস।

এই নাটকের সহকারী নির্দেশক‌ও তিনি। রূপসজ্জার সৌমি সিনহা। আবহ প্রক্ষেপণে সৌরভ বিশ্বাস এবং অভিজিৎ দাস। নাট্য উপকরণ নির্মাণে শিক্ষক মনজিৎ রায় ও সঞ্জয় বসু। মঞ্চ ,সঙ্গীত ও নির্দেশনায় মহঃ সেলিম। জলপাইগুড়ির কৃষি বাগান অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচাদের সহযোগিতায় কর্মশালাভিত্তিক এই প্রযোজনাটি বর্তমানে একাধিক জায়গায় অভিনীত হয়েছে। মজাদার গল্প ও তার উপস্থাপনায় শিশুদের উজ্জ্বল উপস্থিতি দর্শকদেরকে আপ্লুত করেছে। এই নাটকে নরহরি নামক ছোট্ট ছাগলছানার চরিত্রে প্রিয়তম রায়, শিক্ষিকা ও মায়ের চরিত্রে আয়ুশী রায়, বুড়ো ষাঁড়ের চরিত্রে প্রণয় রায়, বাঘের চরিত্রে অনুপম রায়, ছোট্ট ছাগল ছানা মেংচির চরিত্রে লাবনী সূত্রধর প্রশংসনীয় অভিনয় করে। এছাড়া অন্যান্য বিভিন্ন চরিত্রে শ্রাবন্তী রায়, গোবিন্দ মন্ডল, আদিত্য ভৌমিক, গণেশ দাম, রাজদীপ রায়, রিদম সূত্রধর, অমৃতা ঘোষ, অঙ্কিতা ঘোষ, লাকি সূত্রধর নাচে গানে অভিনয়ে মঞ্চ ভরিয়ে রাখে। নাটকের শেষে দর্শকের উচ্ছ্বসিত প্রশংসা গ্রামীণ এই শিশুদের অভিনয়ের প্রতি উৎসাহ আরো অনেক গুণ বাড়িয়ে তোলে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিটি শিশুকে শংসাপত্র এবং উপহার দেওয়া হয়। কলকাতার বাইরে প্রান্তিক জেলা গুলিতে সরকারের এই উদ্যোগ আগামী শিশুদের জন্য নতুন দিশা দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *