রাতের অন্ধকারে বিএসএফের চোখ ফাঁকি দিয়ে সীমান্তের তাঁরকাঁটার ফেন্সিংয়ের নিকট থেকে ফেনসিডিল পাচার করার সময় বিএসএফের গুলিতে ঘটনা স্থলেই নিহত এক বাংলাদেশী

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা থানার সীমান্ত সংলগ্ন গ্রাম মধুপুরের বাঁশ বাগানের তাঁরকাটার ফেন্সিংয়ের নিকট রাতের অন্ধকারে ফেনসিডিল পাচার করার সময় গত রাতে এক বাংলাদেশী বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যায়।

(তাঁরকাটার গেট খুলে বের করা হচ্ছে পাচারকারীর মৃতদেহ)
জানা গেছে, নিহত ব্যক্তির নাম উবায়দুল্লা মিয়া (৩৫) সে বাংলাদেশের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোপালপুর গ্রামের হানেফ মিয়ার ছেলে। এলাকাবাসী সুত্রে প্রকাশ, গতকাল রাত ১১.৩০ থেকে ১২টার সময় ৩ রাউন্ড গুলির শব্দ শুনতে পায় তারা।

(গুলিবিদ্ধ লাশ দেখতে সীমান্তে উৎসুক জনতার ভীড়)
রাতভর উৎকন্ঠার মধ্যে কাটানোর পর সকাল হতেই তারা জানতে পারে তাঁরকাটা সংলগ্ন মধুপুর বাঁশ বাগানের কাছে গুলিবিদ্ধ একটা মৃতদেহ পড়ে আছে। মৃতদেহের পাশে একটা দাঁ, ১টা টর্চ লাইট ও কিছু পাচারের ফেনসিডিলও পাওয়া যায় বলে প্রকাশ।

(পাচারের সময় সীমান্ত সংলগ্ন এই বাঁশ বাগানেই গুলিবিদ্ধ হয় পাচারকারী)
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বাগদা থানার পুলিশ। তারা বিএসএফের সহযোগিতায় তাঁরা মৃতদেহটি পোস্টমটেমের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।









