গ্রামের খবররাজনৈতিক দলের খবর।

হরিহরপুরে রাতের অন্ধকারে ২৫ কাঠা জমির সবজী নষ্টের অভিযোগ বাগদা থানায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা থানার হরিহরপুর গ্রামে রাতের অন্ধকারে ২৫ কাঠা জমির সবজী নষ্টের অভিযোগ দায়ের হল বাগদা থানায়। রণঘাট গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর গ্রামের সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মাজিদ মল্লিক বলেন ভোট পরবর্তীতে আবারও তিনি রাজনৈতিক প্রতিহিংসার বলি হলেন।

গত রাতে কে বা কাহারা রাতের অন্ধকারে তাঁর ১২ কাঠা জমির বেগুন, ১০ কাঠা জমির পটল ও  ৩ কাঠা জমির কাকরোল গাছ কেটে কমপক্ষে আড়াই লক্ষ টাকার মত ক্ষতিগ্রস্থ করে। ২৫ কাঠা জমির ফলবান বেগুন, পটল ও কাকরোল হারিয়ে দিশেহারা ক্ষুদ্র গরীব চাষী মাজিদ মল্লিক।

একাধিক বার একই কায়দায় মারাত্বক ভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ এই চাষী জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে চোখের জল ফেলে চলেছেন। এ ব্যাপারে বাগদা থানায় জিডি করেছেন তিনি। যার নং ২০৬। তাং ৪|৮|২০২৩ ইং।

এ ব্যাপারে গ্রামবাসী আব্বস মন্ডল বলেন, বড় নিন্দনীয় কাজ এটা। এই ধরনের কাজ গ্রামে একাধিক বার ধারাবাহিক ভাবে ঘটেই চলেছে। এই ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে যারা এসব করছে তাদের নিম্ন মানসিকতার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের নিকট দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *