রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত লক্ষীপুরের মহলা নাট্যম
নীরেশ ভৌমিক : এলাকার পরিবেশকে স্বচ্ছ ও নির্মল রাখতে সদা সচেষ্ট গোবরডাঙ্গার লক্ষ্মীপুরের মহলা নাট্যম। দীর্ঘ পূজাবকাশের জন্য স্থানীয় লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয় ভবন ও অঙ্গন ময়লা আবর্জনায় ভরে ওঠে।

২৫ অক্টোবর বিদ্যালয় খোলার পূর্বে স্কুল প্রাঙ্গণের এই অবস্থা দেখে সাফাই অভিযানে এগিয়ে আসে লক্ষীপুর মহলা নাট্যম এর সদস্য কুশীলবগণ। ঝাড়ু, ঝুড়ি, কোদাল ইত্যাদি নিয়ে নাট্যদলের সদস্য-সদস্যা’গণ স্কুল ভবন ও প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলেন।

স্কুল কর্তৃপক্ষ সহ এলাকার মানুষজন নাট্য কর্মীদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। নাট্যদলের কর্ণধার শিক্ষক সুকান্ত ভট্টাচার্য জানান, শুধু তাই নয় এই মহতী কাজের পুরস্কার স্বরূপ মহলা নাট্যম

ভারত সরকারের আবাসন ও পানীয় জল এবং জলশক্তি মন্ত্রণালয় থেকে স্বচ্ছতাই সেবা পুরস্কার লাভ করেছে। এই রাষ্ট্রীয় শংসাপত্র লাভ করে অতিশয় খুশি সংস্থার কুশীলবগণ সহ এলাকার সাধারণ মানুষজনও।













