কুড়ুলিয়া চড়ুইগাছি রাস্তার দাবীতে পথ অবরোধ কুড়ুলিয়া বাজারে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে বনমালী মন্ডলের রিপোর্ট : বয়রা, আজ দুপুরে কুড়ুলিয়া চড়ুইগাছি রোড সংস্কারের দাবীতে গ্রামবাসীরা ব্যানার ফেষ্টুন হাতে মিছিল সহকারে কুড়ুলিয়া বাজারে এসে পথ অবরোধ করে।
অবরোধকারীদের অন্যতম চড়ুইগাছি গ্রামের সোহরাফ মন্ডল, অভিজিৎ দাস, রাজু সর্দার, বাসুদেব দাসরা বলেন, কুড়ুলিয়া চড়ুইগাছি রাস্তাটি অটো টোটো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার উপর সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, রাত-বিরেত আপদ-বিপদের শেষ নেই, রাতে কোন মানুষ অসুস্থ হলে হাসপাতালে আনার জন্য কোন অটো টোটো পাওয়া যায় না।
স্কুলগামী ছেলে মেয়েরাও মাঝে মাঝে জল-কাঁদার মধ্যে পড়ে জামা কাপড় নষ্ট করে ফেলে। এমনকি রাস্তার দৈন্য দশার কারনে এই গ্রামের বিবাহযোগ্য ছেলে মেয়েদের বিয়ে পর্যন্ত হচ্ছে না।
সে কারনে উক্ত গ্রামের মানুষদের চাছাছোলা জবাব, ভোটের আগে রাস্তা সংস্কার না হলে তারা ভোট বয়কট কট করবে, এমনকি উক্ত গ্রাম থেকে প্রার্থীও নির্বাচনে প্রতিদ্বন্দিতাও করবে না। এমনি দাবী নিয়ে তারা আজ দুপুরে কুড়ুলিয়া বাজারে এসে পথ অবরোধ করে।
এভাবে ঘন্টা খানেকের পথ অবরোধে বাজারের দু’পাশে বেশ কিছ যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে বলে জানা যায়।