আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

রাজ্য

শর্ট ফিল্মের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেল চাঁদপাড়ার ‘ম্যাক্রো ফিল্ম’

নীরেশ ভৌমিক :- শর্ট ফিল্মের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেল চাঁদপাড়ার ‘ম্যাক্রো ফিল্ম’। গত ১৫ ই জুলাই ২০২৫ এ মুক্তি পাওয়া তাদের একটি শর্ট ফিল্ম “সংযোগ” এর জন্য ইতিমধ্যেই তারা বেশ কয়েকটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এর থেকে পুরস্কার পেয়েছেন

(ইন্ডিয়া ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, রয়েল পিকক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, মাল এশিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ত্রিপুরা লায়ন্স ফিল্ম ফেস্টিভ্যাল , ইন্ডিয়া ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ওয়ালেট ফিল্ম ফেস্টিভ্যাল, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল,)।

এবং এখনও ২-৩ টি ফিল্ম ফেস্টিভ্যাল আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতাতে সেখানেও তাদের অংশগ্রহণ রয়েছে। ইতিমধ্যে তারা এই শর্ট ফিল্ম এর জন্য Central Board Of Film Certification (Censor) এর অনুমোদন পেয়েছেন।

ম্যাক্রো ফিল্ম এর এই শর্ট ফিল্ম এর ডাইরেক্টর ও সিনেমাটোগ্রাফার সায়ন সিনহা রায় ও সমীক প্রামাণিক জানান, “আমরা বর্তমানে ডিজিটাল সব কিছুকে প্রাধান্য দিতে গিয়ে আপনজন থেকে অনেক দূরে চলে যাচ্ছি ।

সেটা থেকেই আমাদের এই ভাবনা “. এই শর্ট ফিল্ম এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমাদের চাঁদপাড়ার প্রবীণ নাট্যকার বীরেন চক্রবর্তী।

তারা আরও জানান যে আগামীতে তারা আরও অনেক কাজ করতে চলেছে এই সমাজের সামাজিক প্রেক্ষাপট তুলে ধরার জন্য যেগুলো আজ আমাদের সামনে থেকেও আমরা দেখতে পাচ্ছিনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *