আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউদ্বোধনউৎসবজেলার খবরসাহিত্য ও সংস্কৃতি।

শারদোৎসবের প্রাক্কালে ঠাকুরনগরে ‘এখন অহল্যা’ পত্রিকার প্রকাশ অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : আসন্ন শারদোৎসবের প্রাক্কালে মহাসমারহে প্রকাশিত হল সুজন মজুমদার সম্পাদিত সাহিত্য পত্রিকা এখন অহল্যার প্রথম সংখ্যা। গত ১৩ সেপ্টেম্বর ঠাকুরনগর স্টেশন সংলগ্ন সাংস্কৃতিক পরিষদের হলঘরে মঙ্গলদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে আয়োজিত পত্রিকা প্রকাশ অনুষ্ঠানের সূচনা হয়।

পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক, বিশিষ্ট কবি দীপক বালা, প্রখ্যাত চিত্রকর সুবিভারঞ্জন বিশ্বাস, গৌরাঙ্গ দাস, ডাঃ মানস দাস, কবি শিবেন মজুমদার প্রমূখ।

উপস্থিত সকলেই সদ্য প্রয়াত কবি তীর্থঙ্কর মৈত্র ও রাহুল পুরকায়স্থর প্ৰতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে কবিদ্বয়কে স্মরণ করেন ও শ্রদ্ধা জানান। ঠাকুরনগর সাংস্কৃতিক পরিষদের অন্যতম কর্ণধার সংস্কৃতিপ্রেমী দীপক মিত্র প্রকাশিত গ্রন্থটির নামকরণের যৌক্তিকতা ব্যক্ত করে মনোজ্ঞ ভাষণ দেন।

পৌরাণিক কাহিনীর অহল্যার মত আজকের সমাজের অভয়ারা আজও নির্যাতিত হয়ে চলেছেন। এসবের বিরুদ্ধে কবি-সাহিত্যিক সহ সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনকে প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানান।

পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত কবি-সাহিত্যিকগণ সুজন, সূর্য ও রোহিত কাব্য প্রেমী এই তিন বন্ধুর আন্তরিক প্রয়াসে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘এখন অহল্যার’ প্রশংসা এবং সেই সঙ্গে আরো সাফল্য কামনা করেন।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি মন্দিরা চক্রবর্তী, তরুণ দাস, বাকি বিল্লাহ মন্ডল, মালা মিত্র, বিষ্ণুপদ বালা, তরুণ কবি আকাশ সিংহ, তাপস তরফদার, শিক্ষক বিধানচন্দ্র মন্ডল, বিশিষ্ট কবি ও শিক্ষক সুদিন গোলদার প্রমূখ কবিগণ স্বরচিত কবিতা পাঠ করে শোনান।

বর্ষিয়ান কবি তারাশঙ্কর আচার্য, ধীরাজ রায় এবং শংকর মল্লিকের কণ্ঠে আদিবাসীদের জীবনীর উপর বাস্তব ভিত্তিক কবিতা ও রোহিত পাশির লেখা ইংরেজি কবিতা পাঠ, অমল মন্ডলের কন্ঠে স্বরচিত লোকসংগীত ও কেয়া দেবনাথের গাওয়া গান অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।

প্রবীণ কবি জয়ন্ত আদিত্য রায়ের গাওয়া জনপ্রিয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিশিষ্ট আবৃত্তিকার সূর্যকান্ত সরকারের সুচারু সঞ্চালনায় এদিনের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *