জেলার খবরশারদ

শারদ উৎসবে সমাজের অসহায় দুঃস্থ বৃদ্ধ’বৃদ্ধা ও শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ সহ পূজা পরিক্রমা গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির

নীরেশ ভৌমিক : বাঙালির শ্রেষ্ঠ আনন্দের উৎসব শারদ উৎসবে সমাজের অসহায় দুঃস্থ বৃদ্ধ’বৃদ্ধা ও শিশুদের সামিল করার লক্ষ্যে গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতি বিগত বছর গুলির মতো এবছর ও

আয়োজন করেছিল নতুন বস্ত্র বিতরণ ও পূজা পরিক্রমা।
মহাষষ্ঠীর মধ্যাহ্নে গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির নিজস্ব ভবনে ১৪ জন অসহায় বৃদ্ধ’বৃদ্ধা ও শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক শ্রী পাঁচু গোপাল হাজরা, আশিস লাহেরী , গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির সম্পাদক শ্রী গোবিন্দলাল মজুমদার ও সমিতির স্বেচ্ছাসেবক – সেবিকা গন।

বস্ত্র বিতরণের পর তাদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় গোবরডাঙার প্রধান প্রধান পূজা মন্ডপ গুলিতে মাতৃ প্রতিমা দর্শনে।

এই দিন অনুষ্ঠানের মাঝে কিছু দুঃস্থ মানুষকে রোটারি ক্লাব অব আবহমান কলকাতার সহায়তায় মশারী প্রদান করা হয়। শারদ উৎসব উপলক্ষ্যে গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির ঠাকুরনগর, পাঁচপোতা,

চাঁদপাড়া, বনগাঁ, কুরুলিয়া, বাগদা, গোবরাপুর, সিন্দ্রানী, গোবরডাঙা, মছলন্দপুর, গাইঘাটা, বারাসাত শাখার স্বেচ্ছাসেবক’সেবিকা গন শাখার পার্শ্ববর্তী অঞ্চলের দুঃস্থ অসহায়দের হাতে নতুন বস্ত্র, খাদ্য সামগ্রী তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *