জেলার খবরশিক্ষাসর্ম্বধনা

শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষক সংবর্ধনা চাঁদপাড়ার এডুকেয়ার সেন্টারে

সমর বিশ্বাস : অন্যান্য বছরের মতো এবারও শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সংবর্ধনা এবং সেই সঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন চাঁদপাড়ার এডুকেযার সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থী’গণ।

গত ৬ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের পাঠকক্ষ ফুল-মালা ও রঙিন কাগজ এবং হাতে আঁকা ছবিতে সাজানো হয়। উদ্যোক্তারা এদিন স্থানীয় ঢাকুরিয়া হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিককে পুষ্পস্তবক, উত্তরীয়, স্মারক সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।

ছাত্র-ছাত্রী’গণ প্রতিষ্ঠানের প্রাণপুরুষ বিশিষ্ট শিক্ষক অভিজিৎ মজুমদারকেও নানা উপহারে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষক ও সাংবাদিক

নীরেশ চন্দ্র ভৌমিক জাতীয় শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জীবন, কর্ম, শিক্ষা, আদর্শ এবং দর্শনের উপর আলোকপাত করেন এবং সেই সঙ্গে দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দান করেন।

স্বাধীন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং স্বনামধন্য শিক্ষাবিদ ডঃ কৃষ্ণান এর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী’গণ।

একাদশ শ্রেণির ছাত্রী মুনমুন রায় এর হাতে আঁকা জাতীয় শিক্ষক ও প্রখ্যাত শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর প্রতিকৃতি সমবেত সকলের প্রশংসা লাভ করে।

আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। সঙ্গীত, নৃত্য এবং কথায়-কবিতায় চাঁদপাড়ার এডুকেয়ার সেন্টার আয়োজিত এদিনের শিক্ষক দিবসের অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *