শিক্ষক দিবসে চাঁদপাড়া এবিভিপির শিক্ষক সংবর্ধনা ও নানা অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : রাজার সম্মানের থেকেও যিনি একজন শিক্ষকের সম্মানকে বড় মনে করতেন সেই আদর্শ শিক্ষক মহান দার্শনিক এবং স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জন্মদিন জাতীয় শিক্ষক দিবস ৫ সেপ্টেম্বর মহাসমারোহে উদযাপন করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) চাঁদপাড়া নগর ইউনিটের সদস্যগণ।
এদিন সন্ধ্যায় চাঁদপাড়ার দেবাঙ্গন অনুষ্ঠান গৃহে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন এবং জাতীয় শিক্ষক ডঃ রাধাকৃষ্ণণ সহ স্বামী বিবেকানন্দ, ভারত মাতা ও দেবী সরস্বতীর প্রতীকৃতিতে ফুল-মালা অর্পণ এবং শিক্ষার্থীগনের সমবেত কন্ঠে ‘ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে (এবিভিপি) চাঁদপাড়া শাখা
আয়োজিত শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়।বিশিষ্ট শিক্ষক অনিমেষ মন্ডল এর পৌরহিত্যে অনুষ্ঠিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সংগঠনের জেলা নেতৃত্ব লক্ষীকান্ত কাজলী, স্বপ্নিল চন্দ, নারায়ণ দত্ত ও প্রধান শিক্ষক মনোতোষ মজুমদার প্রমূখ।
সংগঠনের চাঁদপাড়া শাখার সভাপতি পার্থ বিশ্বাস ও সম্পাদক অঙ্কন দাস সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। উপস্থিত শিক্ষার্থী’গণ উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাগণকে প্রস্ফুটিত গোলাপ ও কলম প্রদানে বরণ করে নেন।
বিশিষ্ট শিক্ষক নেতৃবৃন্দ ও তাদের বক্তব্যে জাতীয় শিক্ষক ডঃ রাধাকৃষ্ণান এর জীবন, কর্ম, আদর্শ এবং তাঁর দর্শন ইত্যাদির উপর আলোকপাত করেন এবং সেই সঙ্গে দিনটির তাৎপর্য ও গুরুত্ব ব্যক্ত করে মনোজ্ঞ ভাষণ দান করেন।
আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালক বিশিষ্ট শিক্ষাব্রতী সঞ্জীব দাসের কন্ঠে সময়োচিত কবিতা আবৃত্তি এবং সমবেত ছাত্র-ছাত্রীগনের পরিবেশিত সংগীত ও নৃত্যের অনুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।
বহু শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষানুরাগী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং কথায়-কবিতায় ও সমবেত সংগীতে এবিভিপি আয়োজিত এদিনের শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।