জেলার খবর

“শিক্ষক দিবস” তথা ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি দার্শনিক সর্বাপল্লী রাধা কৃষ্ণানের ১৩৭তম জন্ম দিন উদযাপন রবীন্দ্র নাট্য সংস্থার

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ৫ই সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হলো রবীন্দ্র নাট্য সংস্থার ছাত্র ছাত্রীদের দ্বারা আয়োজিত “শিক্ষক দিবস” তথা ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি দার্শনিক সর্বাপল্লী রাধা কৃষ্ণানের ১৩৭তম জন্ম দিন। রবীন্দ্র নাট্য সংস্থার নিজস্ব ভবনে ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পরার মতো।

উৎসবে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পাবিত্রকুমার মুখোপাধ্যায় নীরেশ ভৌমিক, পাঁচু গোপাল হাজরা, পলাশ মণ্ডল, বাসুদেব মুখোপাধ্যায়, সরোজ চক্রবর্ত্তী, স্বপনকুমার বালা, সুবীর চট্টোপাধ্যায়, মিহির লাল চক্রবর্ত্তী প্রমুখ। ছাত্র ছাত্রীরা উপস্থিত গুণীজনদের চন্দনের ফোঁটা, ফুল ও স্বারক দিয়ে সম্মানিত করে।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে আলোবর্তিকা ভট্টাচার্য্য, শ্রেয়সী ঘোষ, মন্দিরা মুখার্জি, ঈশিতা বিশ্বাস, অঙ্কিতা চৌধুরী, তৃষা গোস্বামী, উস্পিতা পাইক, তিথি রায়, সমগ্র নৃত্য পরচালনা করেন ঋতুপর্ণা মুখার্জি। সর্বাপল্লী রাধা কৃষ্ণানের জীবন দর্শন ও শিক্ষক দিবসের তাৎপর্য পর্যালোচনা করেন পাবিত্রকুমার মুখোপাধ্যায়, পাঁচু গোপাল হাজরা, পলাশ মণ্ডল, স্বপনকুমার বালা প্রমুখ।

সবশেষে রবীন্দ্র নাট্য সংস্থার শিশুদের দ্বারা অভিনীত নাটক “মাস্টার জ্যাকের পাঠশালা” মঞ্চস্থ হয়। এই নাটকের মাধ্যমেই ছাত্ররা তাদের প্রিয় নাট্য শিক্ষক বিশ্বনাথ ভট্টাচার্য্যকে সম্মানিত করে। নাট্যকার রবিদাস সাহা রায়, নির্দেশনা শোভন মণ্ডল।

নাটকটিতে অভিনয় করেছে আলোকবর্তিকা ভট্টাচার্য্য, অনুশ্রী রায়, ঈশিতা মল্লিক, দিতিকা সর্দার, পবিত্র সরকার, সৃঞ্জয় বিশ্বাস, ইরফান মণ্ডল, আদি দাস, দেবপ্রিয়া বিশ্বাস, অরিন্দম বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শোভন মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *