শিক্ষক দিবস পালিত হল দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে
নীরেশ ভৌমিক : গত ৮ই সেপ্টেম্বর রবিবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো “দৃষ্টি”র নিজস্ব নাট্যচর্চা কেন্দ্র শিল্পশালায়। পশ্চিমবঙ্গের জেলাস্তরের নাট্য দলগুলির মধ্যে দত্তপুকুর দৃষ্টি বর্তমানে অন্যতম জনপ্রিয় ও সর্বজনবিদিত একটি দল।
১৯৯০ সালে দল গঠনের পর থেকেই বিভিন্ন গঠনমূলক ও সংস্কৃতিমূলক কর্মকান্ডের মাধ্যমে দৃষ্টি আজ বাংলা থিয়েটার চর্চার জগতে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এবারের এই শিক্ষক দিবসের প্রধান তাৎপর্য হলো সমগ্র অনুষ্ঠান টি আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিল “দৃষ্টি”র কনিষ্ঠ সদস্য বৃন্দেরা,
দত্তপুকুর দৃষ্টি তাদের দীর্ঘ দিনের থিয়েটার ও সাংস্কৃতি চর্চার মাধ্যমে পরবর্তী প্রজন্ম কে থিয়েটার চর্চায় যে কতটা আকৃষ্ট করতে পেরেছে এর থেকেই তা প্রমাণিত। এদিনের অনুষ্ঠানটি একেবারে ঘরোয়া পরিসরে আয়োজিত হলেও অনুষ্ঠানের বিষয় বস্তু ছিল শিক্ষক দিবস ও ছাত্র- শিক্ষক সম্পর্কের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় কে নিয়ে।
“দৃষ্টি” র নিজস্ব সদস্য বৃন্দ ও কয়েকজন বিশেষ অতিথি সহ প্রায় ৩০-৩৫ জনের একটি মনজ্ঞ আড্ডার আবহে সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সব শেষে মঞ্চস্থ হয় দলের ছোটদের অংশগ্রহণে একটি মজার উপস্থাপনা, ” ভন্ড হইতে সাবধান”।
উপস্থিত সকলেই এই বিশেষ দিনটিকে নিয়ে তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা ও উপলব্ধি প্রকাশ করেন। আয়োজকদের তরফ থেকে উপস্থিত সকলের জন্যই সম্মাননা ও সামান্য জলযোগের ব্যাবস্থা করা হয়।
অনুষ্ঠানের একদম শেষে “দৃষ্টি” র কর্ণধার মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য এই দিনের তাৎপর্য ও আগামীতে তাঁদের থিয়েটার কেন্দ্রিক যে কর্মসূচী সে বিষয়ে বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।