শিক্ষাগুরু মাননীয় হরিশ চন্দ্র মণ্ডল গত হওয়ায় এলাকায় শোকের ছায়া
দেবজ্যোতি বিশ্বাস: বাগদাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বাংলা বিভাগীয় শিক্ষক এবং ডিহিহলদহ গ্রাম নিবাসী মাননীয় হরিশ চন্দ্র মণ্ডল গত 11/02/24 তারিখ রবিবার ভোর 5 টা বেজে ৩০ মিনিটে গত হয়েছেন। জানা গেছে, তিনি কিছু দিন যাবৎ বাগদাহ গ্রামীন হাসপাতালে ভর্তি ছিলেন এরপর পরিস্থিতি আরো জটিল হওয়ায় তাঁকে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বেশ কিছু দিন একদমই অচেতন অবস্থায় ICU তে ভর্তি ছিলেন। ডাক্তার জানিয়েছেন, অতিরিক্ত মাত্রায় ব্লাড সুগার থাকায় তাঁর ফুসফুস বিকল হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 বছর। শিক্ষা জগতের এমন একটি নক্ষত্র পতনের ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।