জেলার খবরবিনোদন

শিল্পাঞ্জলির পুতুল নাট্যের সেমিনার ও কর্মশালা ঢাকুরিয়া বালিকা বিদ্যালয়ে

নীরেশ ভৌমিক : পুতুল নাটকের উপর দু’দিনব্যাপী এক কর্মশালা ও সেমিনারের আয়োজন করে গোবরডাঙার অন্যতম সাংস্কৃতিক সংস্থা খাঁটুরা শিল্পাঞ্জলি। গত ৪ জুলাই বিদ্যালয়ের হলঘরে আয়োজিত সেমিনার এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, স্থানীয় চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস,

গোবরডাঙার খাঁটুরা হাইস্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাব্রতী ড. সুনীল বিশ্বাস, নাট্য সমালোচক অভীক ভট্টাচার্য, সাংবাদিক সরোজ চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা রত্না রায়, পরিচালক সমিতির সভাপতি তরুণ মণ্ডল, পূর্বতন সভাপতি শ্যামল বিশ্বাস, সদস্য চিরঞ্জিত বৈরাগী,অভিভাবক জয়দেব মণ্ডল প্রমুখ।

শিল্পাঞ্জলির সম্পাদক মলয় কুমার বিশ্বাস উপস্থিত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান। সদস্যগণ সকলকে বরণ করে নেন। সংস্থার সংগীত শিক্ষিকা দিপালী বিশ্বাস ও বিদ্যালয়ে ছাত্রীদের সমবেত কন্ঠে ‘মুক্তির ও মন্দিরে সোপান তলে কত প্রাণ হলো বলিদান’ সংগীতের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়।

প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় ‘পুতুল নাট্যকলার ব্যবহার’ শীর্ষক আলোচনায় অংশ নেন, প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়, অভিক ভট্টাচার্য, শিল্পাঞ্জলির অন্যতম কর্মকর্তা শঙ্খব্রত বিশ্বাস প্রমুখ। শ্রী বিশ্বাস বলেন, এদেশে হরপ্পা মহেঞ্জোদারের যুগ থেকে পুতুল শিল্পের নিদর্শন পাওয়া যায়।

এদিন সমবেত শিক্ষিকা ও পড়ুয়াদের সামনে পরিবেশিত পুতুল নাচের অনুষ্ঠান উপস্থিত সকলের মনোরঞ্জন করে। পরদিন শিল্পাঞ্জলির সদস্যা স্কুল ছাত্রী শরণ্যা বিশ্বাসের কথা বলা পুতুলের অনুষ্ঠান উপস্থিত সকলের উচ্চসিত প্রশংসা লাভ করে। বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা রত্না রায় অতীত দিনে বাংলার গ্রামে-গঞ্জে পুতুল নাচের ইতিবৃত্ত তুলে ধরে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *