শীতকালীন রক্ত সঙ্কটের কথা ভেবেই, রক্তদান শিবির অনুষ্ঠিত হল বাগদা হাসপাতালে
পারফেক্ট টাইম রিপোর্টার তারক বিশ্বাস : রক্তদান মহত্ দান। এই স্লোগানকে মূলমন্ত্র করেই আজ বাগদা হাসপাতালের বিএমওএইস ডাঃ প্রনব মল্লিকের অনুপ্রেরনায় বাগদা হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত হুয় এক সেচ্ছায় রক্তদান শিবির।
শীতকালীন রক্ত সঙ্কটের কথা ভেবেই, আয়োজন করা রক্তদান শিবিরটির। জানা গেছে, আজ এই রক্তদান শিবিরে ৫০ জন স্বঃহৃদয় ব্যাক্তি স্বতঃস্ফুর্ত ভাবে রক্তদান করেন।
রক্তদান শিবিরটিতে বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদা হাসপাতালের বিএমওএইস ডাঃ প্রনব মল্লিক, জেলা পরিষদের সদস্য পরিতোষ সাহা, বাগদা পঞ্চায়েত সমিতির সহঃসভাপতি তরুন ঘোষ প্রমূখ।