শুধুমাত্র দাঁতের রোগ সারানোর জন্যেই নয়, মনের টানেই ছুটে আসা – তারক বিশ্বাস
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আবারও শুভ উদ্বোধন হল বাগদার স্বনামধন্য দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ অলোক দাসের নতুন চেম্বারের। বাগদা নতুন বাজার ২নং গলিতে অবস্থিত সমীরন ঘোষের “ঘোষ মেডিক্যাল এন্ড ডেন্টালে” – বসছেন ডাক্তার বাবু। উদ্বোধনের প্রথম দিনেই বেশ কয়েকজন রোগী তাদের দাতের সমস্যা সমাধানের জন্য এই চেম্বারে আসেন। তাদের মধ্যে একজন পেশেন্ট হলেন কোলা গ্রামের তারক বিশ্বাস।
ইনি নিজেও একজন গ্রাম্য চিকিৎসক। তিনি বলেন, তার জানামতে বাগদায় অনেক গুলো দাঁতের ডাক্তার আছেন, কিন্ত ডাঃ অলোক দাস এদের মধ্যে সর্ব্বচ্য ডিগ্রিধারী এবং দির্ঘদিন যাবৎ এলাকায় যথেষ্ট সুনামের সাথে দন্ত চিকিৎসা করে চলেছেন। উঁনি খুব গরীব ঘরের ছেলে তাই তিনি গরীবদের কষ্ট বোঝেন। উঁনি নিজের ঘর সংসারের কথা না ভেবে গরীবের কথা ভাবেন, প্রাতঃভ্রমনের সময়ে তিনি গরীবদের বাড়ি বাড়ি পৌঁছে নিজের কষ্টার্জিত টাকায় ত্রান সামগ্রী পৌঁছে দিয়ে থাকেন।
গরীবের কাছে তিনি ভগবান। ডাক্তার বাবুর নিজের পাকা ঘর নেই, তা নিয়ে ভাবনাও নেই তার। যত ভাবনা গরীব মানুষদের নিয়ে। এমন একটা মানুষের কাছে শুধুমাত্র দাঁতের রোগ সারানোর জন্যেই নয়, মনের টানেই ছুটে আসা এমনটাই জানান তারক বাবু।