শুরু হল বাগদায় বস্ত্রের পাইকারী হাট,খুশির হাওয়া এলাকার জনমনে
পারফেক্ট নিউজ পোর্টাল থেকে তারক বিশ্বাস ও এম এস বিশ্বাসের রিপোর্ট : সকল মানুষের স্বার্থে তথা এলাকার মানুষের সার্বিক উন্নয়নের নীরিখে বাগদা গ্রাম পঞ্চায়েতের হাট কমিটির উদ্যোগে আজ থেকে পঞ্চায়েতের মাঠে শুরু হল সকল প্রকার বস্ত্রের পাইকারী হাট।
শুরুতেই ব্যাপক সাড়া মিলেছে বলে দাবী দুর-দুরান্ত থেকে আগতঃ বিভিন্ন প্রকার বস্ত্রের পাইকারী দোকানীদের। সুন্দর মনোরম পরিবেশে এই বস্ত্রের পাইকারী হাটের আয়োজনে এলাকার ক্ষুদ্র ব্যাবসায়ী থেকে শুরু করে পরিবহন শ্রমিকরা অর্থনৈতিক ভাবে উপকৃত হবে বলে ধারনা এলাকার বুদ্ধিজীবি মহলের।
বস্ত্রের এই পাইকারী হাটের আয়োজনে এলাকার হাতে গোনা কিছু স্বতীর্থ ব্যাবসায়ী অমত পোষন করলেও এলাকার মানুষের একটা বড় অংশ এই উদ্যোগকে রীতিমত কুর্নিশ জানিয়েছেন। হাটটির উদ্বধনী অনুষ্ঠানে বিশিষ্ঠ জনেদের মধ্যে উপস্থিত ছিলেন,
বাগদা পুর্ব ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মন্ডল, বাগদার পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার, তৃনমুল কংগ্রেস নেতা দুলাল পাল, স্বপন শিকদার, স্বজল রায়, মোহন দেবনাথ, কিংকর মন্ডল প্রমূখ।