রাজ্য

সংখ্যালঘু পড়ুয়াদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকার সমস্ত সংখ্যালঘু পড়ুয়াদের উচ্চশিক্ষা ক্ষেত্রে বিরাট সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের পিছিয়ে পড়া সমস্ত সংখ্যালঘু পড়ুয়াদের জন্য আনা হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় ১১০০ টাকা দেওয়া হবে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ুয়াদের। উক্ত পড়ুয়াদের ১১০০ টাকার সঙ্গে ভর্তি ফি এবং টিউশন ফি ও দেওয়া হবে। যারা হোস্টেলে থেকে পড়াশোনা করবে তাদের জন্য ৬৬০০ টাকা, ভর্তি ফি এবং টিউশন ফি ও দেওয়া হবে। এই স্কলারশিপের মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি এবং শিখ সাম্প্রদায়ের পড়ুয়াদের উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এগিয়ে যেতে অনেক সুবিধা হবে।

এই ঐক্যশ্রী স্কলারশিপ ২০২২ ৪টা বিভাগে দেওয়া হবে যথা (১) প্রি ম্যাট্রিক স্কলারশিপ : ১ম শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত। (২) পোষ্ট ম্যাট্রিক স্কলারশিপ : একাদশ ল্রেনী থেকে পিএইসডি কোর্স পর্যন্ত। (৩) মেরিট কাম মেনস স্কলারশিপ : কারিগরি কোর্স ও পেশাদারী কোর্সের জন্য। (৪) অন্যান্য স্কলারশিপ : এসভিএমসিএম, টিএসপি ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার জন্য সংখ্যালঘু পড়ুয়াদের কমপক্ষে ৫০% নম্বর থাকলেই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাদের পারিবারিক বার্ষির আয় দুই থেকে আড়াই লক্ষের বেশী হলে এই ‘ঐক্যশ্রী স্কলারশিপ’ পাবে না। আবেদনকারীদের জ্ঞাতার্থে জানানো হয়েছে যে, আবেদন পত্রের সাথে ব্যাংক অ্যাকাউন্ট তথা পাস বই, আধার কার্ড, কাষ্ট সার্টিফিকেট (যদি থাকে), ইনকাম সার্টিফিকেট, মাধ্যমিকের এডমিট কার্ড, শেষ পরীক্ষার মার্কশিটের কপি সংযোজন করতে হবে। এই প্রকল্পের সুবিধা পেতে সমস্ত সংখ্যালঘু পড়ুয়াদের অনলাইনে আবেদন করতে হবে।

তার জন্য ঐক্যশ্রী স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট wbmdscscholarship.org-তে যেতে হবে। সেখানেই আবেদন করে উক্ত ডকুমেন্ট গুলো জমা করতে হবে। একবার আবেদন হয়ে গেলে তার প্রিন্ট কপিটি ডাউনলোড ও প্রিন্ট করে ডকুমেন্টস সহ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ই অক্টোবর করা হলেও পরবর্তীতে তা সময়ের প্রয়োজনে বাড়তেও পারে বলে অনুমেয়। এ বিষয়ে বিস্তারিত জানতে টোল ফ্রি হেল্পলাইন 18001202130 নম্বরে যোগাযোগের সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *