সঠিক সময়ে ঋণ পরিশোধকারীদের পুরস্কৃত করলেন গাইঘাটার মধুসূদন কাটি সমবায় সমিতি লিঃ
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, বিগত বছরগুলির মত এবারও সমিতির সদস্যদের ডিভিডেন্ট এবং সঠিক সময়ে ঋণ পরিশোধকারী সদস্যগণ’কে পুরস্কৃত করল জেলা তথা রাজ্যের সেরা গাইঘাটার মধুসূদনকাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ কর্তৃপক্ষ। গত ১৪ জানুয়ারি সমিতির সভাগৃহে সমিতির সভাপতি কালিপদ সরকারের পুরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য নিত্যানন্দ রায় (সুভাষ) শিক্ষাব্রতী ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার রিতেশ ঝা, ছিলেন সমিতির সহ-সভাপতি সুজিত মন্ডল, সম্পাদক দেবাশিস বিশ্বাস।
সভাপতি কালিপদ বাবু উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, বিগত অর্থবর্ষে সমিতি ৭৫ লক্ষ টাকা আয় করেছে। সেই অর্থ সদস্যদের গচ্ছিত শেয়ার মানির ১০ শতাংশ হারে সমিতির ১০৭৯ জন সদস্যদের মধ্যে বন্টন করা হবে। এটা সমিতির সদস্যগণের ভালো কাজের জন্য উৎসাহ পুরস্কার। বর্তমানে সমিতির মূলধন ৫৭ কোটি টাকা বলে সভাপতি জানালেন। এদিন শ্রী সরকার আরো জানান, তাদের সমবায় সমিতি ইতিমধ্যে রাজ্য সরকারের নিকট থেকে ৪ বার ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৩ বার সেরা সমিতির পুরস্কার লাভ করেছে। সমিতির বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের সুনাম ও উপযোগিতা সর্বত্রই ছড়িয়ে পড়েছে।
জেলা পরিষদ সদস্য সুভাষ রায় সমিতির বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের প্রশংসা করেন। সেই সঙ্গে সমিতির ব্যবস্থাপনায় কৃষিমেলা করার প্রস্তাব দেন। শিক্ষাবিদ ডঃ বন্দ্যোপাধ্যায় সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত কুঞ্জবিহারী সরকারের অবদান স্মরণ করেন এবং সেই সঙ্গে এদেশে সমবায় আন্দোলনকে প্রতিষ্ঠিত করতে এবং দেশ ও জাতি গঠনে রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। দেশের অন্যতম সার ও কীটনাশক প্রস্তুতকারী সংস্থা ইফকোর প্রতিনিধি রীতেশ ঝা বলেন, আমি নিজেকে এই সমিতির একজন বলে মনে করি। ইফকোর ফিল্ড ম্যানেজার মিঃ ঝা বলেন, ইফকোর ফিল্ড ম্যানেজার হিসেবে আমি জেলার বহু সমিতি পরিদর্শন করে থাকি, কিন্তু কৃষি ও কৃষক সমাজের উন্নয়নে মধুসূদনকাটি সমবায় সমিতির মতো এমন উদ্যোগ আর কোথাও দেখিনি।
ইফকোর প্রতিনিধি রিতেশ ঝা আরোও বলেন, শুধু সার বিক্রি করাই ইফকোর একমাত্র লক্ষ্য নয়, মাটি ও পরিবেশকে রক্ষা করাও তাদের লক্ষ্য। এজন্য তিনি ইফকোর তৈরি ন্যানো ইউরিয়া, সাগরিকা ও জৈব সার ব্যবহারের জন্য সমবেত কৃষকদের প্রতি আহ্বান জানান। সমাপ্তি ভাষণে সমিতির সম্পাদক দেবাশিস বাবু জানান, সমিতি শুধু সদস্যদের মধ্যে লভ্যাংশ বন্টন করেনি, সরকারের ফান্ডেও পৌনে ২ লক্ষ টাকা জমা করেছে। সমিতির উদ্যোগে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা করার পরিকল্পনার কথাও জানান।
উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সমিতি পরিচালিত ফার্মার্স ক্লাবের সম্পাদক স্বপন ঘোষ। পুরস্কার প্রদান অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত বিশিষ্টজনদের হাত দিয়ে ৪ জন কৃতি কৃষকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অন্যান্য সকল সদস্যগণকেও উপহার এবং সেই সঙ্গে মিষ্টি ও নতুন বছরের ক্যালেন্ডার প্রদান করে শুভেচ্ছা জানানো হয়। পরিচালক সমিতির অন্যতম সদস্য মিলন কান্তি সাহার সুচারু পরিচালনায় এদিনের লভ্যাংশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সার্থকতা লাভ করে।