সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহতদের আত্মার শান্তি কামনায় তৃনমুলের মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল হেলেঞ্চা বাজারে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার গৌরব কর্মকারের সাথে ক্যামেরায় দীপ্যমান সাহা : গত শনিবার রাতের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত ১৯ ব্যাক্তির আত্মার শান্তি কামনা করে বাগদার পূর্ব ও পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যথাক্রমে পরিতোষ কুমার সাহা ও অঘোর চন্দ্র হালদারের নেতৃত্বে মোমবাতি জ্বালিয়ে এক মৌন মিছিল হেলেঞ্চা বাজারে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে।
এই মৌন মিছিলে বিশিষ্ট আঞ্চলিক নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, হেলেঞ্চা গ্রামে পঞ্চায়েত প্রধান চায়না বিশ্বাস, উপ-প্রধান নিখিল ঘোষ সহ অসংখ্য আঞ্চলিক নেত্রবৃন্দ।