সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা, সন্ত্রাস ও দুর্নিতির অভিযোগ এনে বাগদা বিডিও অফিসের সামনে ‘বিডিও ঘেরাও, ‘গণতন্ত্র ফেরাও’ কর্মসূচী করে বাগদার বিজেপি নেতৃত্ত্ব
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা, রিগিং, ব্যালট চুরি সহ বিডিওদের ক্ষমতার অপব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রাজ্য বিজেপির। সেকারনে বিজেপির পক্ষ থেকে ‘বিডিও ঘেরাও, গণতন্ত্র ফেরাও এর ডাক দেওয়া হয়।
তারই ধারাবহিকতায় আজ ২১শে জুলাই বাগদা বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বাগদার বিজেপি নেত্রবৃন্দ। রাজ্যের সকল জায়গার মত বাগদা ব্লক অফিস চত্তরে ১৪৪ ধারা জারি থাকায় বিডিও অফিস প্রাঙ্গনে প্রচুর পুলিশের উপস্থিতি পরিলক্ষিত হয়। সেকারনে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়েই বিজেপির নেতা, কর্মীরা ফিরে যেতে বাধ্য হয়।