সবুজের অভিযানে ইমনের বন্ধুরা
নীরেশ ভৌমিক : মছলন্দপুর ইমন মাইম সেন্টার এবং মনীষা সাংস্কৃতিক সংগঠনের বন্ধুরা সংস্কৃতি চর্চার পাশাপাশি সবসময়ই নিজেদের নানা সামাজিক কাজে নিযুক্ত রাখেন। পরিবেশ রক্ষার ক্ষেত্রেও তারা বিভিন্ন সময় নানা কর্মসূচী গ্রহণ করে থাকেন।
তার অংশ হিসেবে গত ১৭জুলাই তারা আয়োজন করেছিলেন এক বৃক্ষ রোপন অভিযান। গত ৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পদাতিক মঞ্চের আশপাশ সহ ইমনের বাড়ির আশেপাশে গাছ রোপণ এর পাশাপাশি এলাকার বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষরোপণে উৎসাহ দেবার সঙ্গে সঙ্গে গাছ লাগানোর অনুমতি নেন তারা।
এদিন প্রতিবেশীদের পছন্দ অনুযায়ী শতাধিক আম ,জাম, কাঁঠাল, লিচু, সবেদা ও তেঁতুল গাছ মনীষা ও ইমন মাইম সেন্টারের বিজ্ঞান শাখার বন্ধুরা নিজেরাই তাদের বাড়ি বাড়ি গিয়ে রোপণ করেন। এদিনের বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করেছিলেন মনীষা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি দেবব্রত বিশ্বাস, স্মৃতিকণা বিশ্বাস,
অর্ণব দে , সোমনাথ পাইক, তন্ময় ব্যানার্জি, ইমন মাইম সেন্টারের কর্ণধার ধীরাজ হাওলাদার, অনুপ মল্লিক, বিষ্ণু রায়, সৃজা হাওলাদার সহ দুই সংস্থার আরো অনেক বন্ধুরা। প্রতিবেশীরা এমন একটি উদ্যোগের প্রশংসা করেন এবং রোপিত গাছগুলিকে রক্ষার অঙ্গীকার করেন।