সাঁওতাল পরগনায় বানীপুর সুন্দরম এর নৃত্য কর্মশালা
নীরেশ ভৌমিক : পিছিয়ে পড়া সমাজের শিশু ও কিশোর কিশোরীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করে বানীপুর সুন্দরম এর কর্ণধার ও কলকাতার বিশিষ্ট নৃত্যশিল্পী সুজিত কর্মকার। গত ১৫ ও ১৬ মার্চ শ্রী কর্মকার আদিবাসী পরিবারের ছোট-ছোট ছেলেমেয়েদের নিয়ে দু’দিনের কর্মশালায় নৃত্যকলার প্রশিক্ষণ দেন।
আদিবাসী পরিবারের সন্তানদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার প্রকাশ ও বিকাশ ঘটাতে প্রখ্যাত নৃত্যশিল্পী সুজিত বাবুর এই উদ্যোগ। প্রবল প্রচেষ্টার মধ্যে সুজিত বাবু বিলুপ্তপ্রায় সাঁওতালদের নৃত্যের ধারাকে অক্ষুন্ন রাখতে এই কর্মশালার আয়োজন করেন।
লোক নৃত্যের এবং সাঁওতাল শিশু-কিশোরদের এই নৃত্যের ধারা যাতে সকল নৃত্য প্রেমী মানুষজনের কাছে পরিচিত লাভ করতে পারে এবং সাঁওতালিদের এই নৃত্যশৈলী যাতে সকল মানুষের মন জয় করতে পারে, তার জন্য সুজিত বাবুর এই প্রয়াস। এই কর্মশালাকে ঘিরে কর্মশালায় অংশগ্রহণকারী সাঁওতাল পরিবারের সন্তানদের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।