সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সু-শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, বিশিষ্ট নির্দেশক নারায়ণ বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন, ঐক্যতান সহ এলেকার গুনীজনেরা
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় গণনাট্য সংঘ, পশ্চিমবঙ্গের “ঐক্যতান” শাখার (সত্তরের দশক) প্রতিষ্ঠাতা সকলের প্রিয়, আপাদমস্তক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সু শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, বিশিষ্ট নির্দেশক নারায়ণ বিশ্বাস প্রয়াত হয়েছেন।
তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন স্ব-তীর্থরা। সেই সাথে পরিবারের সকলের প্রতি জানালেন আন্তরিক সমবেদনা। আজ বেলা ২ টায়, হেলেঞ্চা বিদ্যাসাগর মডেল স্কুলের সামনে রাখা সদ্য প্রয়াত নারায়ণ বিশ্বাসের শবদেহে পুষ্পার্ঘ্য প্রদান করে শেষ শ্রদ্ধা জানালেন,
ঐক্যতানের সম্পাদক সত্য মোদক, সহ সম্পাদক অপূর্ব বিশ্বাস,প্রণয় দেবনাথ, সহ এলেকার গুনীজনেরা। সদ্য প্রয়াত নারায়ণ বিশ্বাসের শবদেহে মাল্যদান করেন প্রাক্তন বিধায়ক পঙ্কজ ঘোষ, গণ আন্দোলনের নেতৃত্ব দেবশঙ্কর রায়চৌধুরী, কবিতা হালদার, সুভাষ দেব বর্মন,
মতিয়ার রহমান ,সুশান্ত চক্রবর্তী, তমাল বিশ্বাস, দ্বিজেন সিনহা, তপন বিশ্বাস, পূর্ণিমা বিশ্বাস, বিকাশ বিশ্বাস, শর্বানী দত্ত, শিবপদ রায়, মাধুরী সরকার, কার্তিক বিশ্বাস, তমা বিশ্বাস, সত্যেন বিশ্বাস, মনিকা শীল প্রমুখ।
উল্লেখ্য, মহাত্মার শেষ শ্রদ্ধা জানানোর কার্য্যক্রমের সঞ্চালক ছিলেন, এলেকার অন্যতম সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব, ঐক্যতানের সম্পাদক সত্য মোদক।