সাড়ম্বরে অনুষ্ঠিত অনুরাগ সাহিত্য পত্রিকার গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ৪ মে স্বরূপনগর থানার গোবিন্দপুরে বিশিষ্ট কবি গোবিন্দ পান্তির বাসভবন সংলগ্ন মুক্তমঞ্চে অনুরাগ সাহিত্য পত্রিকার উদ্যোগে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে বিশিষ্ট কবি বাসুদেব মুখোপাধ্যায়কে কনক চন্দ্র দাস স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কৃত ও সংবর্ধিত বাসুদেব বাবু বলেন, এই গ্রামেই আমার মাতুলালয় ছিল। ছোটবেলায় বহুবার এসেছি এখানে। আজ ৭১ বছর বয়সে দীর্ঘ সাহিত্যচর্চার জন্য এখানে সম্মানিত হতে পেরে নিজেকে অতিশয় ধন্য মনে করছি।

এদিনের গুনিজন সংবর্ধনায় অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে কালিদাসী দেবী স্মৃতি পুরস্কারে ভূষিত হন শংকর প্রসাদ বন্দ্যোপাধ্যায় ও কার্তিক চন্দ্র বিশ্বাস। কিরণময়ী দেবী স্মৃতি পুরস্কার লাভ করেন বিশিষ্ট কবি নবকুমার বিশ্বাস, এছাড়া অনুরাগ বান্ধব পুরস্কার পান কবি ধীরাজ রায়, কল্পনা পাল, গৌতম মন্ডল ও বিশ্বজিৎ মন্ডল। প্রক্ষেপণ মাসিক সাহিত্য পত্রিকার বিশেষ পুরস্কার প্রদান করা হয় বিশিষ্ট গল্পকার দেবাশিষ দাসকে এবং অনুরাগ পত্রিকার শিশু বিভাগের বিশিষ্ট লেখিকা জয়ন্তী মন্ডলকে বিশেষ পুরস্কার সহ প্রয়াত কবি শশাঙ্ক শেখর দাস মরণোত্তর অনুরাগ সম্মাননা ২০২৫ প্রদান করা হয়।এদিনের দিনভর আয়োজিত সাহিত্য সভায় পৌরহিত্য করেন বিশিষ্ট কবি কার্তিক চন্দ্র বিশ্বাস।

অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন চোখ সাহিত্য পত্রিকার সম্পাদক মানিক দে, প্রাণী বিজ্ঞানী তাপস অধিকারী, ইছামতি পত্রিকার সম্পাদক পরিমল দে, আমিরালি মন্ডল, ডঃ আব্দুল কায়ুম, সোহরার হোসেন প্রমূখ। অনুরাগ পত্রিকা সম্পাদক গোবিন্দ পান্তি বলেন, ১৯৯৩ সাল থেকে পত্রিকা প্রকাশ করে আসছি। এই পত্রিকার সাথে যুক্ত থেকে অনেক কবি সাহিত্যিক আজ প্রতিষ্ঠিত হয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কবিগণ স্বরচিত কবিতা পাঠে অংশ নেন। পাঁচপোতা নরেন্দ্র শিশু তীর্থের কচি-কাঁচা পড়ুয়া’গণের সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে। বিশিষ্ট কবি অপূর্ব মন্ডলের পরিচালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।









