আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানখেলাজেলার খবরবিনোদনসর্ম্বধনাসাহিত্য ও সংস্কৃতি।

সাড়ম্বরে অনুষ্ঠিত কাটাখালি আর পি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

নীরেশ ভৌমিক : গত ১৯ ফেব্রুয়ারি সকালে স্থানীয় ফুলসরা গ্রাম পঞ্চায়েত প্রধান টুসি রায় সেন ও গাইঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা ক্রীড়া ও স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও মঙ্গলদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে গত ১৯ ফেব্রুয়ারি মহাসমারোহে

শুরু হয় গাইঘাটা পূর্ব চক্রের কাটাখালি আরপি বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের ভূতপূর্ব প্রধানা শিক্ষিকা সুনীতা দে পাল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুনীতা দত্ত উপস্থিত সকলকে অভিনন্দন জানান।

সহশিক্ষক-শিক্ষিকা’গণ উপস্থিত বিশিষ্টজনদের উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিগণ বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের খেলাধুলা ও শরীরচর্চার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। বিদ্যালয়ের শিক্ষক আবির পালের সূচারু পরিচালনায় অনুষ্ঠিত

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।বিদ্যালয় অঙ্গনে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থী’গণ দৌড়, অংক দৌড়, চামচ গুলি, যোগাসন, লাফ দড়ি (স্কিপিং) ইত্যাদি ২৩ টি প্রতিযোগিতায় অংশ নেয়।

ছোটদের ব্যাংক দৌড়, বিস্কুট দৌড় এবং সকলের জন্য অনুষ্ঠিত যেমন খুশি সাজো। (Go as you like) বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। অভিভাবকদের জন্য ছিল ‘পাসিং দ‍্য বল’ প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীগণের হাতে পুরস্কার (পদক) গুলো তুলে দেওয়া হয়।শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *