সাড়ম্বরে অনুষ্ঠিত হল গোবরডাঙ্গা গীতবীথির বার্ষিক অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : গত ২ জুন সন্ধ্যায় মহা সমারোহে অনুষ্ঠিত হল গোবরডাঙ্গার অন্যতম সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান গীতবীথির প্রথম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশিষ্ট সংগীত শিক্ষক মিহিরলাল চক্রবর্তীর বাসভবন অঙ্গনে আয়োজিত শাস্ত্রীয় ও উপ-শাস্ত্রীয় অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন,
পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর সদস্য আশিস চট্টোপাধ্যায়, ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন ভট্টাচার্য, মলয় বিশ্বাস, নাট্য ব্যক্তিত্ব প্রতাপ সেন, বিশ্বনাথ ভট্টাচার্য, মহঃ সেলিম, বিশিষ্ট কবি প্রবীর হালদার, পলাশ মণ্ডল প্রমূখ। আয়োজক গীতবীথির প্রাণপুরুষ মিহিরলাল চক্রবর্তী সকলকে স্বাগত জানান।
সদস্য’গণ সকলকে পুষ্পস্তবক ও স্মারক উপহারে বরণ করে নেন।গীতবীথির সংগীত শিক্ষার্থী’গণের সমবেত কন্ঠে ‘সবারে করি আহ্বান ও আনন্দলোকে মঙ্গলালোকে’ সংগীতের মধ্য দিয়ে আয়োজিত সন্ধ্যাকালীয় শাস্ত্রীয় অনুষ্ঠানের সূচনা হয়। শিশু শিল্পী পারমিতা বিশ্বাসের কন্ঠে খেয়াল ও নজরুল গীতি সকলের প্রশংসা লাভ করে।
গৃহবধূ পাপড়ি চক্রবর্তীর গাওয়া গান সমবেত দর্শক শ্রোতৃ মণ্ডলীকে মুগ্ধ করে। সংগীত শিক্ষার্থীনি জয়েতি মন্ডল এবং রিমি ও সুমি সরকারের সংগীতানুষ্ঠান সকলের মনোরঞ্জন করে। অনুষ্ঠানে তনুলা চক্রবর্তীর কণ্ঠসঙ্গীত, কোয়েল চক্রবর্তীর খেয়াল, তনুলা চক্রবর্তীর ঠুংরি ও দাদরা এবং তবলায় রোধিপ্রিয় মুখার্জীর অনুষ্ঠান এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।
বাংলা ও বাঙালীর সংস্কৃতি নিয়ে নিশ্চিত মিহিরলাল চক্রবর্তীর স্বরচিত কবিতা পাঠ সমবেত সুধীজনের উচ্চসিত প্রশংসা লাভ করে। সঙ্গীত শিক্ষক ডাঃ চক্রবর্তী সুচারু পরিচালনায় গোবরডাঙ্গা গীতবীথির ১ম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।