সাড়ম্বরে অনুষ্ঠিত হল সেবা ফার্মার্স সমিতির বার্ষিক মিলন উৎসব ২০২৩
নীরেশ ভৌমিক: জেলা তথা রাজ্যের অন্যতম সমাজসেবি প্রতিষ্ঠান সেবা ফার্মার্স সমিতি আয়োজিত বার্ষিক মিলন উৎসব অনুষ্ঠিত হয় মছলন্দপুরের ঘোষপুরের বানপ্রস্থ সেবাশ্রমে। গত ২৩ ডিসেম্বর সকালে আশ্রমের মন্দিরে মাতৃ বন্দনা ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুনীল চ্যাটার্জীর কন্ঠে ভজন গানের মধ্য দিয়ে বাৎসরিক অনুষ্ঠান অবলম্বন এর সূচনা হয়।
শুরুতে সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক প্রয়াত রাসমোহন দত্তের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান।এদিনের সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান
সাংবাদিক সরোজ চক্রবর্তী, প্রলয় দত্ত, সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, ডাঃ এন সি কর, সমাজকর্মী কালিপদ সরকার, দীপক দা, বিশিষ্ট কবি স্বপন কুমার বালা প্রমূখ। সেবা ফার্মার্স সমিতির সম্পাদক গোবিন্দ বাবু তাঁর ভাষণে এই সাহিত্য সভা, গুণীজন সংবর্ধনা, নিঃস্বার্থ সেবা,
অসহায়দের পাশে থাকা, অন্ন- বস্ত্র প্রদান, দুস্থ রোগীদের চিকিৎসা, চক্ষু রোগীদের চিকিৎসা ও চশমা প্রদান। সেই সঙ্গে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বছর ভর কাজ করে চলেছে সমিতি।
‘এসো হাত ধরি’ প্রকল্পে এদিন এলাকার কয়েকজন দুঃস্থ অসহায় এবং শারীরিক প্রতিবন্ধী মানুষজনের হাতে সমিতির পক্ষ থেকে খাদ্য ও বস্ত্র তুলে দেওয়া হয়।শুরুতেই এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পলাশ মন্ডলের কন্ঠে বিদ্রোহী কবি নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি, শিশু শিল্পী বৃষ্টি রায় ও সম্পূর্ণা দে’র মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান এবং মেদিয়া ছাত্র কল্যাণ সমিতির কচি-কাঁচা পড়ুয়াগণ পরিবেশিত মজার নাটক ‘যৌতুক’ উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।
অংশগ্রহণকারী কচি-কাঁচা দের সমিতির পক্ষ থেকে উপহার ও শংসাপত্র প্রদান করা হয়। এবারের রাসমোহন দত্ত স্মৃতি পুরস্কার প্রদান করা হয় মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর মূকাভিনয় শিল্পীদের। সংস্থার কর্ণধার গোবিন্দ বাবু ও সভাপতি হিমাদ্রী গোমস্তা ইমন মাইন এর প্রাণপুরুষ ধীরাজ হাওলাদার এর হাতে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র এবং
সেই সঙ্গে নগদ ৫ হাজার টাকা তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এদিনের অনুষ্ঠানের প্রয়াত রাসমোহণ দত্তের পরিবারের লোকজনও উপস্থিত ছিলেন। বিশিষ্ট লেখক পাঁচুগোপাল হাজরা সেবা সমিতির অন্যতম সেবক গৌতম সাহার পরিচালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান সার্থকতা লাভ করে।