সাড়ম্বরে শুরু হল গোবরডাঙ্গার মৃদঙ্গম উৎসব
নীরেশ ভৌমিক : সংস্থার অন্যতম সদস্যা বিশিষ্ট নৃত্যশিল্পী মৌমিতা দত্ত বণিকের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় গোবরডাঙ্গার শিল্পায়ন স্টুডিও থিয়েটারে সূচনা হল মৃদঙ্গম উৎসব। শুরুতেই মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত উৎসবের সূচনা করেন
গোবরডাঙ্গার পৌর প্রধান শংকর দত্ত, ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়, সদস্য বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, বর্ষিয়ান শিক্ষক পবিত্র কুমার মুখোপাধ্যায় প্রমুখ। মৃদঙ্গম এর সদস্যগণ সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহার বরণ করে নেন।
বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে নাট্যচর্চা ও প্রসারে মৃদঙ্গম নাট্যদল ও তার পরিচালক বরুণ করের উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। পরিচালক বরুণ কর জানান, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকূল্যে মৃদঙ্গম আয়োজিত ৫ দিন ব্যাপী জাতীয় নাট্যোৎসবে মোট ১০ খানি নাটক মঞ্চস্থ হবে।
উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় শিল্পায়ন প্রযোজিত আশিস চ্যাটার্জী নির্দেশিত মঞ্চ সফল নাটক ‘পদ্মা নদীর মাঝি’, দ্বিতীয় দিন শুরুতে আয়োজক মৃদঙ্গম প্রযোজিত এবং সৌমিতা দত্ত বণিক নির্দেশিত নতুন নাটক ‘আমি নোটী’। রয়েছে ঠাকুরনগর অনুরঞ্জন প্রযোজিত মিন্টু মজুমদার নির্দেশিত সকলের ভালোলাগার নাটক ‘সেই জোকার এই সার্কাস’।
রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও বিহার, নিউ দিল্লী ও আসাম প্রদেশের নাটকও উৎসবে মঞ্চস্থ হবে। গোবরডাঙ্গা মৃদঙ্গম আয়োজিত ৫ দিনের এই জাতীয় নাট্য উৎসবকে ঘিরে এলাকার নাট্য প্রিয় মানুষজনের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।