আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

উৎসবসাহিত্য ও সংস্কৃতি।

সাড়ম্বরে শুরু হল গোবরডাঙ্গা মৃদঙ্গম এর জাতীয় নাট্যোৎসব

নীরেশ ভৌমিক: গোবরডাঙ্গার শিল্পায়ন স্টুডিও থিয়েটারে গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে শুরু হয় মৃদঙ্গম আয়োজিত ১০ম বার্ষিক জাতীয় নাট্য উৎসব।

উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর অন্যতম সদস্য আশিস চট্টোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বর্ষিয়ান শিক্ষক পবিত্র মুখোপাধ্যায়, শিক্ষিকা আবাল চক্রবর্তী, নৃত্য প্রশিক্ষিকা বনানী বসু, বিশিষ্ট সাংবাদিক পাঁচুগোপাল হাজরা প্রমূখ।

পরে আসেন গোবরডাঙ্গার সংস্কৃতি প্রেমী পৌর প্রধান শঙ্কর দত্ত। মৃদঙ্গম এর প্রাণপুরুষ বিশিষ্ট নাট্য পরিচালক বরুণ কর সকলকে স্বাগত জানান। সদস্যরা সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক ও স্মারক উপহারে বরণ করে নেন।

সংস্থার অন্যতম সদস্যা সৌমিতা দত্ত বণিক এর মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে নাট্যোৎসবের সূচনা হয়। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকুল্যে আয়োজিত নাট্যোৎসবে মোট ১১ খানি নাটক মঞ্চস্থ হবে বলে মৃদঙ্গম এর কর্ণধার বরুন বাবু জানান।

এছাড়াও রয়েছে মুকাভিনয়, নৃত্যানুষ্ঠান ও লোকসঙ্গীতের অনুষ্ঠান। বরুনবাবু আরো জানান, উৎসবে আসাম, বিহার, রাজস্থান ছাড়াও আসানসোল, কৃষ্ণনগর ও কাঁচরাপাড়ার ফিনিক নাট্যদল তাদের নাটক পরিবেশন করবে।

৫ দিন ব্যাপী আয়োজিত নাট্যোৎসবের সূচনায় কৃষ্ণনগর রূপকথার মঞ্চ সফল নাটক ‘হট্ট মালার ওপারে’, দ্বিতীয় নাটক হাবরা নান্দনিকের নতুন প্রযোজনা সকলের ভালোলাগার নাটক ‘আবু হোসেন’।

মুখ্য চরিত্রে তিমির বরণ বিশ্বাসের অনবদ্য অভিনয় সমবেত দর্শক সাধারনের প্রশংসা লাভ করে। দ্বিতীয় দিন আসানসোল কথা ভাস্যের নাটক ‘আত্মপক্ষ’, রাজস্থানের নাটক ‘অন্ধের নগরী চৌপট রাজা’ এবং

ঠাকুরনগরের পরশ সংস্থার বাস্তবভিত্তিক মূক নাটক ‘উই ওয়ান্ট জাস্টিস’ তৃতীয় দিনের শুরুতে খাঁটুরা চিত্তপট এর মজার নাটক মনোজ মিত্র বিরচিত তেতুল গাছ এবং বিহারের বেগুসারাই এর মুকাভিনয় নাটক ‘ভেড়িয়া’ এবং সবশেষে মৃদঙ্গম ড্যান্স গ্রুপের নৃত্যানুষ্ঠান দর্শকদের প্রশংসা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *