জেলার খবরসাহিত্য ও সংস্কৃতি।

সাড়ম্বরে শুরু হল ২৭ তম বর্ষের ঠাকুরনগর বইমেলা

নীরেশ ভৌমিক : ১৫ ডিসেম্বর সকালে গ্রন্থ মেলার প্রধান পৃষ্ঠপোষক ও প্রাক্তন সাংসদ ডঃ অসীম বালা কর্তৃক জাতীয় পতাকা এবং মেলা কমিটির সভাপতি প্রাক্তন বায়ুসেনা আধিকারিক কালিদাস বণিক কর্তৃক বইমেলা ২০২৩ এর পতাকা উত্তোলন এবং বৃহত্তর ঠাকুরনগর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষানুরাগী ও

এলাকার পুস্তকপ্রেমী মানুষজনের এক বর্ণময় পদযাত্রার মধ্যে দিয়ে সূচনা হয় ২৭ তম বর্ষের ঠাকুরনগর বইমেলা। অপরাহ্ণে মেলা প্রাঙ্গণের সুসজ্জিত মঞ্চে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে আয়োজিত গ্রন্থ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ ডঃ অসীম বালা ও প্রধান অতিথি ডঃ সত্যসাধন মুখোপাধ্যায়,

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, বনগাঁ দক্ষিণের প্রাক্তন বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস, জাতীয় শিক্ষক ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের ইন্ডিয়ান মিউজিয়াম এর আধিকারিক সাজ্জাদ আহমেদ ও গোবিন্দ বৈরাগী, ছিলেন গ্রন্থ প্রেমিক ও শিক্ষানুরাগী অমল রায়,

অসিত দাস, সত্য কপাট, শিক্ষক অনুপম দে ও অন্যতম সংগঠক শ্রীকৃষ্ণ ঘোষ, গোবিন্দ দত্ত, বিধান মণ্ডল প্রমুখ। মেলা কমিটির সভাপতি কালিদাস বনিক উপস্থিত সকলকে স্বাগত জানান। কমিটির মহিলা সদস্যগণ সকল বিশিষ্টজনদের ব্যাজ, পুষ্পস্তবক ও স্মারক উপহারে বরণ করে নেন।

মেলা কমিটির সম্পাদক বিদ্যুৎকান্তি মন্ডল সমবেত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজিত গ্রন্থ মেলার সার্থকতা কামনা করেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে শহর কলকাতা থেকে এত দূরে গ্রন্থ মেলার আয়োজনকে সাধুবাদ জানান, সেই সঙ্গে গ্রন্থ পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করে উপস্থিত সকলের প্রতি বই কেনার ও পড়ার আহ্বান জানান।

বর্ষীয়ান সাহিত্যিক সত্যসাধন মুখোপাধ্যায় উনিবিংশ শতাব্দীর বাঙালি নবজাগরণের অন্যতম পথিকৃৎ স্বনামধন্য কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জীবন ও কর্মের উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দান করেন। এদিন মঞ্চ থেকে সংস্কৃতি অনুরাগী শিক্ষক দীপক মিত্রের সম্পাদনায় প্রকাশিত বইমেলা ও প্রদর্শনী সমিতির বাৎসরিক মুখপাত্র

‘বর্ণমালিকার’ আনুষ্ঠানিক প্রকাশ করেন ডঃ অসীম বালা ও সাহিত্যিক ডঃ সত্যসাধন মুখোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতেই বিশিষ্ট নৃত্য শিক্ষক জয়ন্ত বিশ্বাসের নির্দেশনায় গৌড়ীয় নৃত্যকলা আশ্রমের নৃত্য শিল্পীগণ পরিবেশিত মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *