অন্যান্য।

সামাজিক সংগঠন ‘আলোর দিশারীর দু’দিন ব্যাপী সেবা প্রদান কর্মসূচি।

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে, এই অমোঘ বানীকে পাথেয় করেই জাতি ধর্ম বর্ণকে তুচ্ছ জ্ঞান করে অতি সুনামের সাথেই বিগত ১৩ বছর যাবৎ এলাকার দুস্থ ও অবহেলিত মানুষের সেবা প্রদান করে আসছে এই সমাজ কল্যাণ মূলক সামাজিক সংগঠন “আলোর দিসারী”।

তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মত এই বছরেও এক গুচ্ছো সমাজ কল্যাণ মূলক কর্মসূচির ডালি সাজিয়ে ৫ই ও ৬ই নভেম্বর পর পর দু’দিন ধরে শুরু করেছে দুস্থ্, পিছিয়ে পড়া, সমাজে অবহেলিত মানুষদের সেবা প্রদান কর্মসূচি। কর্মসূচি গুলোর শুরুতেই রয়েছে সকল আমন্ত্রিত অতিথিদের কফি দিয়ে বিনম্র আপ্যায়ন, বাগদা গ্রামীন হাসপাতালের বিএমওএইস উদার মনা ডাঃ প্রনব মল্লিকের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ, হেলেঞ্চা আইডিয়াল প্যাথলজি সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি বৃন্দের মূল্যবান আলোচনা, সকল আমন্ত্রিত অতিথি সহ দুস্থ্, পিছিয়ে পড়া, সমাজে অবহেলিত মানুষদের মধ্যাহ্ন ভোজ সহ গাড়িতে করে তাদেরকে কালীতীর্থ হেলেঞ্চার সকল পূজো প্যান্ডেল ঘোরানো শেষে তাদের হাতে প্রতি বছরের মত কিছু উপহার তুলে দেওয়া, এ ছাড়াও সন্ধ্যায় ছিল আতসবাজির প্রদর্শনী। এর সাথে ৫ই ও ৬ই নভেম্বর পর পর দু’দিন ধরে চলবে ব্যাবহার যোগ্য পূরনো কাপড়ের ষ্টল যেখান থেকে এলাকার দুস্থ্, পিছিয়ে পড়া মানুষেরা নিজের প্রয়োজন মত যেকোন প্রকার বস্ত্র গ্রহন করতে পারবে।

এলাকার স্বনামধন্য সমাজ কল্যাণ মূলক সামাজিক সংগঠন “আলোর দিসারীর”, এই বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদা গ্রামীন হাসপাতালের বিএমওএইস ডাঃ প্রনব মল্লিক, হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রঞ্জিত কুমার রায়, বর্তমান প্রধান শিক্ষক শুভেন্দু বিশ্বাস, শিক্ষক বিনয় রায়, সমাজ সেবক স্বপন মন্ডল, সঞ্জয় তালুকদার, হরিদাস বিশ্বাস, সাংবাদিক উত্তম কুমার সাহা, জয়দীপ চক্রবর্তী প্রমুখ। এসকল অতিথিদেরকে সংগঠনের পক্ষ থেকে ‘আলোর দিশারীর’ লোগো সমৃদ্ধ এক বিশেষ পোশাক পরিয়ে বরন করে নেয়া হয়।

বিশিষ্ট শিক্ষক রঞ্জিত কুমার রায় ‘আলোর দিশারীর লোগো’ সমৃদ্ধ এই বিশেষ পোশাকটির আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এলাকার অসংখ্য দুঃস্থ ও অবহেলিত মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবায় শত ব্যস্ততার মধ্যেও এতটা সময় দেওয়ার জন্য প্রশংসিত হন বাগদা হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ডাঃ প্রনব মল্লিক ও ডাঃ মৃদুল সাহা। সেই সাথে বিনামূল্যে সুগার পরীক্ষার জন্য প্রশংসিত হয় হেলেঞ্চার আইডিয়াল প্যাথলজি সেন্টার।

উক্ত সংগঠনের সম্পাদক সুজল বৈদ্য তার স্বগত ভাষনে বিশেষ ভাবে উল্লেখ্য, বাগদা ব্লকের অন্যতম সমাজ কল্যাণ মূলক সামাজিক সংগঠন, “আলোর দিশারী” প্রতি বছর ব্লাড ডোনেশন ক্যাম্প, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, দুঃস্থ গরীব মেধাবী ছাত্র ছাত্রীদেরকে সহায়তা প্রদান সহ একাধিক সমাজ কল্যাণ মূলক কাজ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *