জেলার খবরবিনোদন

সারাদিন ব্যাপী বিশেষ “শিশু নাট্য কর্মশালা” মছলন্দপুর ইমন মাইম সেন্টারের

নীরেশ ভৌমিক : ২৭মার্চ এর বিশ্ব নাট্য দিবস পালনের উপলক্ষ্যে ৩১মার্চ মছলন্দপুর ইমন মাইম সেন্টার নিজস্ব পদাতিক মঞ্চে আয়োজন করেছিল সারাদিন ব্যাপী একটি বিশেষ “শিশু নাট্য কর্মশালা”। মোট ৪২জন শিশু-কিশোর বন্ধুরা এই কর্মশালায় অংশ নেয়।

এদিন কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতি বুলু সাহা। উপস্থিত বন্ধুদের প্রশিক্ষণ দেন অনুপ মল্লিক, জয়ন্ত সাহা, সৃজা হাওলাদার ও ধীরাজ হাওলাদার।

কর্মশালা শুরুর আগে সকাল ১০টায় ইমনের বন্ধুরা বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে মছলন্দপুর বাজার থেকে একটি পদযাত্রা করে পদাতিক মঞ্চে পৌঁছন। তারপর অতিথি আপ্যায়নের পর শুরু হয় কর্মশালার কাজ। প্রথমেই সংস্থার কর্ণধার ধীরাজ হাওলাদার বিশ্ব নাট্য দিবস পালনের গুরুত্ব আলোচনা করেন।

এদিনের কর্মশালায় প্রশিক্ষক অনুপ মল্লিক মূলত থিয়েটারের নানা রকম খেলার মাধ্যমে মূকাভিনয় বিষয়ে প্রশিক্ষণ দেন। জয়ন্ত সাহা প্রশিক্ষণ দেন নাটকে বিভিন্ন স্থির কম্পোজিশন ব্যবহারের বিষয়টি। শিশুদের তাল ও ছন্দের প্রাথমিক ধারণা দেন সৃজা হাওলাদার। কর্মশালায় অংশগ্রহনকারী ছোট বন্ধুরা প্রবল উৎসাহে ও আনন্দের সাথে খেলতে খেলতে শেখার পাঠ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *