সারাদেশে সিএএ লাগু হওয়ায় গাইঘাটা জুড়ে মতুয়াদের আনন্দ উচ্ছ্বাস
নীরেশ ভৌমিক : কেন্দ্রীয় সরকার গত ১১ মার্চ বহু প্রতীক্ষিত নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করায় সারা দেশ ও সারা রাজ্যের সাথে যার পর নাই খুশি উদ্বাস্তু মানুষজন সহ মতুয়া সম্প্রদায়ের মানুষজন। সারা রাজ্যেই বাংলাদেশ থেকে আসা মানুষজন কেন্দ্রীয় সরকারের এই আইন ঘোষণায় আনন্দ উৎসবে মেতে ওঠেন। সেই উচ্ছ্বাসের ঢেউ এসে পড়ে গাইঘাটাতেও।
১২ মার্চ অপরাহ্নে মতুয়া সম্প্রদায়ের মানুষজন লাল নিশান উড়িয়ে, ডঙ্কা বাজিয়ে চাঁদপাড়া বাজারে বিজেপি কার্যালয়ে এসে জমায়েত হন। স্থানীয় বিজেপি নেতা চন্দ্রকান্ত দাস, শিক্ষক প্রশান্ত রায়, অসীম বোস প্রমুখের নেতৃত্বে মিছিলে যোগ দেন মতুয়া ও উপস্থিত বিজেপির নেতা-কর্মী’গণ। সকলেই সংশোধিত নাগরিকত্ব আইন চালু করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানান।
আসেন মতুয়া সংগঠনের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও দলের জেলা সভাপতি দেবদাস মন্ডল প্রমূখ। মন্ত্রী শ্রী ঠাকুরও মিছিলে যোগ দেন। মিছিল যশোর রোড হয়ে চাঁদপাড়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। ফ্লেক্স, ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মিছিল মুখরিত হয়ে ওঠে।
অন্যদিকে ১৩ মার্চ সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঠাকুরনগর মন্ডল কমিটির উদ্যোগে ঠাকুরনগর বাজার সংলগ্ন নেতাজী মূর্তির পাশে এক পথসভা অনুষ্ঠিত হয়। প্রবীণ বিজেপি নেতা রবীন্দ্রনাথ মণ্ডল, মলয় মন্ডল প্রমুখ নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তাগণ কেন্দ্রীয় সরকার ওপার বাংলা থেকে আসা মানুষজনের স্বার্থে সিএএ চালু করায় সন্তোষ প্রকাশ করেন এবং সেই সঙ্গে দলের বিশিষ্ট নেতৃবৃন্দকে সাধুবাদ জানান বিজেপির নেতা-কর্মীগণ।