সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের আয়োজন করা হয় দত্তপুকুর বন্ধন ফিনান্সিয়াল লিটেরাসি প্রোগ্রাম এর পক্ষ থেকে

নীরেশ ভৌমিক : বন্ধন ফিনান্সিয়াল লিটেরাসি প্রোগ্রাম এর পক্ষ থেকে দত্তপুকুর শুভ সন্ধ্যা হলে দত্তপুকুর ব্রাঞ্চের উদ্যোগে একটি সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল গত ২৮শে মার্চ।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক অফ বরোদা ব্যাংকের ব্রান্চ ম্যানেজার স্পন্দন মুখার্জী মহাশয়, দত্তপুকুর ২ গ্রাম পঞ্চায়েত প্রধান রমা মিত্র ঘোষ, রাওতারা গ্রাম পঞ্চায়েত প্রধান মালব মজুমদার, কোটরা পঞ্চায়েত প্রতিনিধি রবিউল ইসলাম মহাশয়,

বন্ধন কোন্নগর এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ড. উত্তম কুমার ঘোষ, প্রোগ্রাম হেড শঙ্কর প্রসাদ রায়, সিনিয়র অফিসার বি এফ এল পি অমিত বনিক মহাশয়। উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।

উক্ত অনুষ্ঠানে প্রোগ্রাম হেড শঙ্কর প্রসাদ রায় স্বাগত ভাষনে বন্ধন আর্থিক স্বাক্ষরতা কর্মসূচির গ্রামীণ মহিলাদের আর্থিক নিরপত্তা ও পরিকল্পনার পরামর্শ দিয়েছেন।দত্তপুকুর শাখার ব্যাংক অফ বরোদা ব্রাঞ্চের এর ম্যানেজার মাননীয় স্পন্দন মুখার্জী বর্তমানে ব্যাংকিং ফ্রড ও ব্যাঙ্ক একাউন্ট সম্পর্কে অবগত করেছেন।

উপস্থিত সমস্ত অতিথিদের দিয়ে আগত বন্ধন আর্থিক স্বাক্ষরতা কর্মসূচির বেনিফিসিয়ারীদের সার্টিফিকেট প্রদান করেন। শিশু শিল্পী তিতলি ঘোষ নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান কে মন রঞ্জিত করে তোলে। বন্ধন কোন্নগরের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ড. উত্তম কুমার ঘোষ বলেন,

যে বন্ধন কোন্নগরের মাধ্যমে আমরা বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম করে থাকি তার মধ্যে গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাক্ষরতা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এলাকার সমস্ত মানুষ যাতে ব্যাংক সম্পর্কে সচেতন থাকে এর জন্য আমাদের এডুকেটর ও কর্মীরা অঙ্গিকার বদ্ধ।








