সাহিত্য সভায় কবি সম্মেলন ও গুরুজন সংবর্ধনা
নীরেশ ভৌমিক : গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয় গোবরডাঙ্গার সেবা ফার্মার্স সমিতি আয়োজিত ৫৩ তম মাসিক সাহিত্য সভা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাসে কবির প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে সাহিত্য সভার সূচনা হয়।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী মন্দিরা চক্রবর্তী। স্বাগত ভাষণে সমিতির সভাপতি হিমাদ্রী গোমস্তা উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমিতির বিভিন্ন সেবামূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন।
সমিতির ‘এসো হাত ধরি প্রকল্পে’ এদিন দুজন দুস্থ পরিবারের মহিলার হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।এদিনের সাহিত্য সভায় কবিগুরুর জীবন ও কুকর্মের উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দেন সাহিত্য প্রেমী পলাশ মন্ডল ও বাসুদেব চক্রবর্তী।
কবিগুরুর কবিতা আবৃত্তি করে শোনায় ছোট্ট আহেলী, রবীন্দ্রনৃত্য পরিবেশন করে শিশু শিল্পী সমৃদ্ধা সানা, জেলা বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি-সাহিত্যিক’গণ স্বরচিত কবিতা ও ছোট গল্প পাঠ করে শোনান।
রবীন্দ্র কবিতা আবৃত্তি করে শোনান বিশিষ্ট আবৃত্তিকার রুমা সাহা ও সাধনা মজুমদার, কবিগুরুর গান গেয়ে শোনান প্রবীণ শিক্ষক অলকানন্দ বসু।এ দিনের গুনীজন সংবর্ধনায় বিশিষ্ট লেখক গোপাল পাত্রকে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র ও স্মারক উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
প্রবীণ অধ্যাপক ডঃ অরুণ অধিকারীর পৌরহিত্যে ও বিশিষ্ট কবি পাঁচুগোপাল হাজরার পরিচালনায় এদিনের সাহিত্য সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।