সিন্দ্রানী এস এস ফাউন্ডেশানের উদ্যোগে অনুষ্ঠিত হল সাইবার ক্রাইম, শিশু সুরক্ষা ও নারীদের সচেতনতা শিবির
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আপনার জানেন, যে কোনো ধরনের অপরাধ যখন অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে ঘটে, তখন তাকে সাইবার ক্রাইম বা অপরাধ বলে। আধুনিক বিশ্বে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে উন্নতি ঘটেছে তথ্য প্রযুক্তির। হারিয়ে গিয়েছে শিধেল চোরেদের শিল্পকলা। দুই একটা জায়গায় অপ্রত্যাশিত ঘটনা ঘটলেও প্রশাসনের তৎপরতায় চুরি ডাকাতির খবর এখন শোন যায় না বললেই চলে।
কিন্তু মানুষের জীবনে কম্পিউটার, অ্যানড্রয়েড মোবাইল ফোনের সাথে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাবহার বহুলাংশে বাড়লেও প্রায় অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার, নারীপাচার ও সর্বোপরি সাইবার অপরাধের হাত থেকে মানুষ নিজেদের কে রক্ষা করতে ব্যার্থ হচ্ছে। কথায় আছে দুষ্টু লোকের মিষ্টি কথা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করার সময়ে আমাদের সমাজের শিশু ও সাবলীল নারীরা অনেক ক্ষেত্রে নিজেদের বিচার বুদ্ধির সঠিক প্রয়োগ করতে পারেনা।
ফেসবুক ইন্সটাগ্রাম তৎসহ অন্যান্য জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ শ্যোস্যাল সাইট ব্যাবহার করতে করতে সচেতনতার অভাবে পাচার চক্করের ক্ষপরে পড়ে তারা তাদের জীবন কে দুর্বিসহ করে তোলে। উল্লেখিত সামাজিক সমস্যার কথা মাথায় রেখে বাগদা ব্লকের সিন্দ্রানী এস এস ফাউন্ডেশনের উদ্যোগে গত ০৬.০৮.২২ শনিবার সাইবার নিরাপত্তা, শিশু ও নারী সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবির ও মেধাবী ছাত্র ছাত্রী দের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত কমিউনিটি হলে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন বাগদা থানার এস আই তথা নাটাবেড়িয়া আউট পোস্টের আধিকারিক আসাদুল রহমান, শিশু ও নারী সুরক্ষার বিষয়ে বক্তব্য দিয়ে সচেতন করেন বনগাঁ মহিলা পুলিশ থানার আধিকারিক অপরাজিতা ব্যানার্জি। অনুষ্ঠান শেষে আয়োজক ফাউন্ডেশনের ডিরেক্টর সমাজকর্মী সুজিত বিশ্বাস বলেন, শিশু, নারী পাচার ও সাইবার হানা আমাদের প্রান্তিক এলাকায় গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়েছে। আগামী দিনে যাতে এই জলন্ত সমস্যা হ্রাস পায় সেকারণে আমাদের স্বল্প সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র প্রচেষ্টা। এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন মেধাবী ছাত্র ছাত্রীদের বই দেওয়ার পাশাপাশি সম্মাননা প্রদান ও তাদের উচ্চ শিক্ষা লাভে আন্তরিক ভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি। জানা গেছে, ঐতিহ্যবাহী এই ফাউন্ডেশনটির কর্মকান্ডে খুশি এলাকাবাসী।