সীমান্তে পাখির চোখ বিএসএফের, গ্রেফতার অব্যহত, তারপরও বাগদার অরক্ষিত সীমান্ত পথে অনুপ্রবেশ যেন নিত্যদিনের ঘটনা
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ওমর ফারুকের সাথে ক্যামেরায় ইয়াদ আলী মন্ডল : আবারও অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করা কালে ৬৮নং ব্যাটলিয়নের বিএসএফের জালে ধরা পড়লো বেশ কয়েকজন অনুপ্রবেশকারী। জানা গেছে, এদিনের অনুপ্রবেশকারীদের মধ্যে সব ক’জনই ছিল মহিলা। বিএসএফ সুত্রে প্রকাশ, বাগদা থানা এলাকার জিৎপুর সীমান্তে কর্মরত বিএসএফের ৬৮নং ব্যাটলিয়নের জওয়ানরা গত ৩রা সেপ্টেম্বর রাতে বাংলাদেশ থেকে জিৎপুর সীমান্তে দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করা কালে দুর থেকে অনুপ্রবেশকারীদের ঘিরে ফেলে এবং তাদেরকে গ্রেফতার করে।
বিএসএফের ওয়াচ ক্যামেরায় এদের অবৈধ গতিবিধি লক্ষ্য করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। গ্রেফতারকৃত বাংলাদেশী অনুপ্রবেশকারী শিউলি বিশ্বাস (৩৫) সিঙ্গাসুলপুর, জেলা নড়াইল। সে ভারতের রাজস্থানের মারুতি নগর সোনিপথ চৌরাহা,জয়পুরের, রাজ সাইনি (৩০)এর ঠিকানায় যাচ্ছিল বলে বিএসএফের কাছে স্বীকার করে। অনুপ্রবেশকালে বিএসএফ তার কাছে ভারতীয় রুপি ১২০, বাংলাদেশ টাকা ৪২৭৯ সহ এয়ারটেলের 4G সিমকার্ড সহ একটা Oppo A15S মোবাইল জব্দ করেছে। সে ব্যাঙ্গালোর ও জয়পুরে পতিতাবৃত্তির কাজ করে বলে জানিয়েছে। শিউলি বিশ্বাস নগত ১০হাজার টাকা দিয়ে দালালের মাধ্যমেই অনুপ্রবেশ করছিল। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার গোপালপুরের হিন্দু মহিলা জ্যোতি সৌপন বিশ্বাস(৪৫) মহারাষ্ট্রের আম্বেগাঁও,পুনে সিটির আইমাতা সুপার মার্কেটের ঘর নং ৫৮৬, সার্ভে নং ৩৩, নাগেশ বিশ্বাস (২৫)এর কাছে যাচ্ছিল। অনুপ্রবেশকালে এয়ারটেলের 4G সিমকার্ড সহ মোবাইল একটা Vivo Y12G মোবাইল জব্দ করেছে বিএসএফ। ১০হাজার টাকার বিনিময়ে সে রাজ নামে বাংলাদেশী দালালের সহযোগীতায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিচ্ছিল।
কেরানীগঞ্জের উত্তর শুভধার মুসলিম মহিলা সুমি খাতুন (২৪) হেলেঞ্চা দালাল হামিদের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ করছিল। অনুপ্রবেশ কালে তার কাছ থেকে ১টা সিম বিহীন Lava কীপ্যাড মোবাইল ও ১৭০০ বাংলাদেশ টাকা জব্দ করেছে বিএসএফ। এ ছাড়াও ৬৮নং ব্যাটলিয়নের মশ্যমপুর ক্যাম্পের বিএসএফ গত মঙ্গলবার মশ্যমপুর থেকে ৪জন শিশু সহ এক মহিলাকে গ্রেফতার করে চালান দিয়েছে বলে জানা গেছে। জানা গেছে, ধৃত মহিলার নাম বিনা বেগম তার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়৷ কয়েক মাস আগে সে চোরাপথে ভারতে এসে ভিন রাজ্যে কাজ করছিল। ঐদিন সন্ধ্যায় পুররায় বাংলাদেশে ফিরে যাবার পথে মশ্যমপুরে ৬৮নং বিএসএফ জওয়ানের হাতে আটক হয়।