আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

প্রতিভার সন্ধানেরাজ্যশিক্ষা

​সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এক অনুপ্রেরণামূলক উদ্যোগ: শিক্ষার আলো ছড়াতে হাত মেলালো CSCT Welfare Association এবং সম্পূর্ণ শিক্ষা

নীরেশ ভৌমিক : সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এক অনুপ্রেরণামূলক উদ্যোগ:​সুন্দরবন, পশ্চিমবঙ্গ: সামাজিক কল্যাণে আঞ্চলিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক পুরস্কৃত এনজিও CSCT Welfare Association এবার মুম্বাই-এর শিক্ষামূলক সংস্থা সম্পূর্ণ শিক্ষা (holistic Education)-এর সাথে হাত মিলিয়েছে।

এই নতুন অংশীদারিত্ব সুন্দরবনের পাথরপ্রতিমা অঞ্চলের পশ্চিম দ্বারকাপুরের আদিবাসী জনগোষ্ঠীর ছোটো ছোটো ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে নিবেদিত।​সম্প্রতি ‘কিতাব-খিলোণা’ (বই ও খেলনা) বিতরণ কর্মসূচির মাধ্যমে এই উদ্যোগ শুরু হয়েছে, যা CSCT Welfare Education Centre-এর জন্য অত্যাবশ্যক শিক্ষামূলক সরঞ্জাম ও একটি সামগ্রিক শেখার পরিবেশ নিশ্চিত করবে।

এই অংশীদারিত্ব উভয় সংস্থার মূল উদ্দেশ্য—প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলের শিশুদের মানসম্পন্ন শিক্ষা এবং তাদের সামগ্রিক বিকাশের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ—পূরণে সহায়ক হবে।​পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বীকৃতিপ্রাপ্ত CSCT Welfare Association, এই অঞ্চলে তাদের দীর্ঘদিনের কাজ ও সফলতার মাধ্যমে পরিচিত। তৃণমূল স্তরে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, তাদের অক্লান্ত পরিশ্রম সেই কথাকেই তুলে ধরে।​অন্যদিকে, সম্পূর্ণ শিক্ষা (যা Gyaandaan Foundation নামেও নিবন্ধিত), উদ্ভাবনী, উচ্চ-মানের এবং স্বল্প-ব্যয়ী মডেলের মাধ্যমে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি সংস্থা।

সুন্দরবনের CSCT Welfare Education Centre-কে তাদের সমর্থন তাদের কাজের পরিধিকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করল এবং তাদের ‘হোলিস্টিক এডুকেশন’ মডেলকে দেশের অন্যতম সংবেদনশীল এবং প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিল।​এই সহাবস্থান প্রমাণ করে যে যখন একই মূল্যবোধে বিশ্বাসী সংস্থাগুলি একত্রিত হয়, তখন তারা সমাজের উপর এক পরিবর্তনমূলক প্রভাব ফেলতে সক্ষম হয়।

ছবিতে প্রদর্শিত এই সামগ্রীগুলি সরাসরি শিশুদের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করবে, তাদের মধ্যে সৃজনশীলতা, মৌলিক দক্ষতা এবং শেখার আগ্রহ জাগিয়ে তুলবে।​​#শিক্ষা #সহযোগিতা #সামাজিক_উদ্যোগ #এনজিও #সুন্দরবন #পশ্চিমবঙ্গ #সম্পূর্ণ_শিক্ষা #CSCTWelfareAssociation #শিশুদের_ভবিষ্যৎ #সামাজিক_কল্যাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *