জেলার খবরসাহিত্য ও সংস্কৃতি।

সেবার সাহিত্য সভায় কবি সম্মেলন ও গুনীজন সংবর্ধনা

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, শিশু শিল্পী অনীক ঘরামীর গাওয়া গান ও সম্পূর্ণা দে’র নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে গত ২৪ জুন সাড়ম্বরে শুরু হয় সেবা ফার্মার্স সমিতি আয়োজিত ৪৩ তম মাসিক সাহিত্য সভা।

বিশিষ্ট কবি পাঁচুগোপাল হাজরার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, বর্ষিয়ান সাংবাদিক সরোজ চক্রবর্তী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন বালা, বিশিষ্ট চিত্রকর অসিত দালাল প্রমুখ। সেবা সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার উপস্থিত সকলকে স্বাগত জানান।

শুরুতেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৫ তম জন্মজয়ন্তীর প্রাক্কালে এদিন উপস্থিত সকলে তাঁর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান। সেই সঙ্গে সদ্য প্রয়াত বর্ষিয়ান কবি শ্যামাপ্রসাদ দাসের প্রতিকৃতিতেও মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

আয়োজক সেবা সমিতির সম্পাদক গোবিন্দবাবু তাঁর বক্তব্যে সমবেত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মাসিক এই সাহিত্য সভার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। এদিন বর্ষিয়ান ঔপন্যাসিক অসিত দালালকে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র, পেন ও পুস্তক ও স্মারক উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন

সেবা সমিতির সভাপতি হিমাদ্রী গোমস্তা, সম্পাদক বিচ্ছু বাবু, ছিলেন সেবার অন্যতম সেবক গৌতম মিস্ত্রি ও প্রতিমা চক্রবর্তী প্রমুখ। মানপত্র পাঠ করেন সেবার অন্যতম সেবিকা শম্পা ঘরামি। বক্তব্য রাখেন প্রাচীন সাহিত্যিক বাসুদেব মুখোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে স্বনামখ্যাতা কবি টুলু সেন সম্পাদিত ষান্মাসিক সাহিত্য পত্রিকা ‘বাণী বীথিকার’ আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট সংগীত শিল্পী কেয়া দেবনাথ।

শ্রীমতী সেন এদিন সেবার প্রাণপুরুষ গোবিন্দবাবুকে পুষ্পস্তবক ও স্মারক সম্মানে ভূষিত করেন। অন্যান্য দিনের মতো এদিনও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি-সাহিত্যিকগণ স্বরচিত কবিতা ও গল্প পাঠে অংশ নেন। শিশু শিল্পী সম্পূর্ণা দে’র মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের সাহিত্য সভার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *