সেবার সাহিত্য সভায় কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা
নীরেশ ভৌমিকঃ স্বাধীনতা আন্দোলন ও স্বাধীনতা লাভের মাসে দেশের দুই মহান স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে মূল-মালা অর্পনের মধ্য দিয়ে শুরু হল গোবরডাঙার অন্যতম সমাজ সেবি প্রতিষ্ঠান সেবা ফার্সার্স সমিতি আয়োজিত মাসিক সাহিত্য সভা।
বিশিষ্ট শিক্ষক ও কবি অলকানন্দ বসুর পরিচালনায় অনুষ্ঠিত এদিনের সাহিত্য সভায় অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন প্রবীন সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, বর্ষিয়ান সাংবাদিক সরোজ চক্রবর্তী, বিশিষ্ট কবি স্বপন কুমার বালা প্রমুখ।
এদিনের গুনীজন সংবর্ধনায় বিশিষ্ট কবি বর্ষিয়ান কালিপদ নাথ ও নবকুমার বিশ্বাসকে আয়োজক সেবা ফার্মাস সমিতির পক্ষ থেকে এদিন বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সমিতির সভাপতি হিমাদ্রী গোমস্তা, সম্পাদক গোবিন্দলাল মজুমদার, অন্যতম সেবিকা প্রতিমা চক্রবর্তী
কবিদ্বয়কে পুষ্পস্তক, উত্তরীয়, মানপত্র, স্মারক সহ নানা উপহারে সম্মাননা জ্ঞাপন করেন। এদিনের অনুষ্ঠিত কবি সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও সাহিত্যিকগণ স্বরচিত কবিতা ও অনুগল্প পাঠ করে শোনান।
বিশিষ্ট বাচিক শিল্পী পলাশ মণ্ডল ও সাধনা মজুমদারের কন্ঠের ববিতা আবৃত্তি এবং সেই সঙ্গে শিশু শিল্পী অরিন দাস, তথাগত মিস্ত্রি, মেঘা দাস, প্রত্যুষা বিশ্বাস, ও ত্রিয়াশা দেবনাথের কন্ঠের আবৃত্তির অনুষ্ঠান সমবেত সকল সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীর উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে।