সেবার সাহিত্য সভায় কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা
নীরেশ ভৌমিক : ৩০ নভেম্বর গোবরডাঙ্গার সেবা ফার্মার্স সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয় ৪৮ তম সাহিত্য সভা ও কবি সম্মেলন। জন্ম মাসে কবি যতীন্দ্রমোহন বাগচির প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে সাহিত্য সভার সূচনা হয়।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বর্ষিয়ান কবি অসিত দালাল। সদ্য প্রয়াত অবসরপ্রাপ্ত শিক্ষক ও আঞ্চলিক ইতিহাস গবেষক সুখেন্দু দাসের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে।
স্বাগত ভাষণে সেবা সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে আয়োজিত সাহিত্য সভার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। বিশিষ্ট কবি যতীন্দ্রমোহন বাগচির সাহিত্য জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন প্রবীণ সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস।
গুণীজন সংবর্ধনায় এদিন বর্ষিয়ান কবি তপন চন্দ্র দাসের হাতে পুষ্পস্তবক, মানপত্র ও স্মারক উপহারে সংবর্ধনা জ্ঞাপন করেন সেবার সম্পাদক গোবিন্দ বাবু। মানপত্র পাঠ করে তা সংবর্ধিত কবি শ্রী দাসের হাতে তুলে দেন সেবার অন্যতম সেবিকা মধুছন্দা দাস।
সঞ্চালক বিশিষ্ট কবি পাঁচুগোপাল হাজরার পরিচালনায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি’গণ স্বরচিত কবিতা পাঠে অংশ নেন।