সেবার সাহিত্য সভায় গুণীজন সংবর্ধনা সহ নানা অনুষ্ঠান
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, গত ৩১ ডিসেম্বর-২০২২ বর্ষ বিদায় দিনে গোবরডাঙ্গার সেবা ফার্মার্স সমিতি আয়োজন করেছিল কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মছলন্দপুরের ঘোষপুর বানপ্রস্থ সেবাশ্রমে ‘শিশুমনে সাহিত্য সৃজনে’ শীর্ষক এদিনের সাহিত্য সভায় অংকন, কর্মশালা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়ারা অংশগ্রহণ করে। শিশু শিল্পী পৃথা সরকার, ঐশী ভদ্র ও তৃষা সরকারের সমবেত নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের সাহিত্য সভার সূচনা হয়। অনুষ্ঠানে সাধনা মজুমদার, রুমা সাহা ও কবি পলাশ মন্ডলের কন্ঠে আবৃত্তি, ছোট্ট সৃজা দাস ও জয়ন্তী মন্ডলের যোগাসন প্রদর্শনী সকলের প্রশংসা লাভ করে।
এদিনের অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বর্ষীয়ান শিক্ষক অমলকান্তি দত্ত ও বিশিষ্ট কবি গৌরাঙ্গ দাসকে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র ও স্মারক উপহারে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সাহিত্য সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন, ডাঃ এন সি কর মছলন্দপুর ১- নং গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস ঘোষ, সাহিত্যিক রাসমোহন দত্ত, কবি সুনীল মন্ডল, স্বপন বালা, বাসুদেব মুখোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষ সাংবাদিক সরোজ চক্রবর্তী, দেবাশিষ বিশ্বাস, পাঁচু গোপাল হাজরা ও তরুণ নন্দী প্রমুখ। উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সেবা সমিতির সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী, গোবিন্দলাল মজুমদার সমিতির বিভিন্ন উদ্যোগ সেবামূলক কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন।
সেবার বিভিন্ন জনসভা মূলক কাজকর্মকে সাধুবাদ জানিয়ে এবং অতিমারী করনাকালে মছলন্দপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সেবামূলক কাজকর্মের বিষয় উল্লেখ করে বক্তব্য রাখেন প্রধান তাপস ঘোষ। উদ্যোক্তারা এদিন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এন সি কর ও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত প্রধান তাপস ঘোষকেও বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন। সেবা সমিতির পক্ষ থেকে এদিন এলাকার কয়েকজন দরিদ্র মানুষের হাতে খাদ্য, বস্ত্র ও মশারি তুলে দেওয়া হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় শ্রুতি নাটক ‘বোধনে বিসর্জন’ এবং সেই সঙ্গে নাট্যানুষ্ঠান। অংশগ্রহণকারী সকল ছোট ছোট ছাত্র-ছাত্রীদের হাতে মেডেল ও শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিশিষ্ট কবি রাসমোহন দত্তের সুচারু সঞ্চালনায় বর্ষ শেষের দিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। পরিশেষে আগত ২০২৩ সালকে স্বাগত জানিয়ে বর্ষশেষের দিনের সাহিত্য সভার পরিসমাপ্তি ঘটে।