সেবার সাহিত্য সভায় সংবর্ধিত কবি বিজয় কৃষ্ণ রায় ও চিত্র সাংবাদিক সুদিন গোলদার
নীরেশ ভৌমিক : গত ২৭ জানুয়ারি গোবরডাঙ্গার সেবা ফার্মাস সমিতি আয়োজিত ৫০ তম মাসিক সাহিত্য সভা শুরু হয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী সমীর চ্যাটার্জী ও দুলালী দাসের গাওয়া দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে। জন্ম মাসে নেতাজি সুভাষ ও মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত কবি সাহিত্যিক’গণ।
বর্ষিয়ান সাংবাদিক সরোজ চক্রবর্তীর পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের সাহিত্য সভায় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, প্রবীণ সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, সঞ্চালক পাঁচুগোপাল হাজরা, নাবার্ড এর রাজ্যের দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার পার্থ মণ্ডল প্রমূখ।
স্বাগত ভাষণে সেবা ফার্মার্স সমিতির সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী গোবিন্দলাল মজুমদার উপস্থিত সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজিত সাহিত্য সভার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। সেবার পক্ষ থেকে এদিন সন্ধ্যায় উপস্থিত নাবার্ড এর পদস্থ আধিকারিক পার্থ মন্ডলকে স্মারক উপহারে অভ্যর্থনা জানানো হয়।
সেই সঙ্গে এদিনের সাহিত্য সভায় বিশিষ্ট কবি বিজয় কৃষ্ণ রায় ও বিশিষ্ট সাংবাদিক সুদিন গোলদারকেও পুষ্পস্তবক, উত্তরীয় মানপত্র ও স্মারক উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন। এদিন সেবা সমিতির প্রকাশিত ‘সেবা প্রবাহ’ এর ৫ম সংখ্যা আনুষ্ঠানিক প্রকাশ করেন চাঁতরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা সোমা ঘোষ চক্রবর্তী।
ছিলেন সংস্কৃতি অনুরাগী তমাল চক্রবর্তী। সেই সঙ্গে এদিন বিশিষ্ট কবি সুদিন আলী মোল্লা ও কবি দীপক মন্ডল প্রণীত ‘বিমুর্ত পাতার জলছবি’ গ্রন্থটিরও আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়। এদিনের সাহিত্য সভায় উপস্থিত কয়েকজন কবি, সাহিত্যিক, দরিদ্র ও অসহায়দের সাহায্যার্থে সমিতির এসো হাত ধরি প্রকল্পে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন।
এদিনের সাহিত্য সভায় উপস্থিত কবি সাহিত্যিক’গণ স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তিতে অংশ নেন। সাহিত্য সভায় উপস্থিত সকলের হাতে উদ্যোক্তারা এদিন প্রকাশিত সেবা প্রবাহ গ্রন্থ ও নতুন বছরের ডায়েরি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। সঞ্চালক পাঁচু গোপাল হাজরার পরিচালনায় এদিনের সাহিত্য সভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।