সেবার সাহিত্য সভা, কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা
সমর বিশ্বাস : গত ৩১ অক্টোবর সেবা ফার্মার্স সমিতি আয়োজিত ৪৭ তম সাহিত্য সভায় বিশিষ্ট কবি ও গল্পকার কেয়া দেবনাথকে পুষ্পস্তবক, উত্তরীয়, স্মারক সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
মানপত্র পাঠ করেন সেবার অন্যতম সেবিকা রীমা বসু, সেটি কেয়া দেবনাথের হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান প্রতিমা চক্রবর্তী। জন্ম মাসে কবি রায়ের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে সাহিত্য সভার সূচনা হয়।
সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী প্রবীর হালদার। কবিগুরুর গান গেয়ে শোনান কবি অলকানন্দ বসু। ছিলেন বর্ষীয়ান সাংবাদিক ধীরাজ হাওলাদার।
শিশু শিল্পী অবিন দাস, তথাগত মিস্ত্রি, মেঘা দাস ও অহেলী সরকারের কন্ঠের কবিতা আবৃত্তি এবং সমৃদ্ধা সানার নৃত্যানুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।
উদ্যোক্তারা এদিন সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষক ও প্রবীণ সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক, সুদিন গোলদার ও হাবরা থেকে প্রকাশিত পাক্ষিক ধারাপাত পত্রিকার সম্পাদক উদয় শঙ্কর দাসকেও বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।
এদিনের সাহিত্য সভায় নবীন কবি বিপুল বিশ্বাস সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন। বর্ষিয়ান সাংবাদিক সরোজ কান্তি চক্রবর্তীর পৌরোহিত্যে এবং বিশিষ্ট লেখক পাঁচুগোপাল হাজরার পরিচালনায় এদিনের সাহিত্য সভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।